HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

এটি সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে হামলার ভিডিও নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি এম সাখাওয়াতের উপর হামলার নয় বরং ভিন্ন একটি ঘটনার। তার উপর হামলার খবরটিও ভিত্তিহীন।

By - Ummay Ammara Eva | 30 Sept 2024 12:28 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, বর্তমানে বস্ত্র, পাট ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেনের উপর সশস্ত্র হামলা চালিয়েছে সমন্বয়করা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন খানে, এখানে এখানে

গত ৭ সেপ্টেম্বর "Ruhul Kabir Rizvi" নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "#সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, #বর্তমান বস্তু পাট ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের উপর সশস্ত্র হামলা চালিয়েছে সমন্বয়রা। যতটুকু জানতে পেরেছি সমন্বয়করা মাননীয় উপদেষ্টার কাছে কিছু অন্যায় দাবি দাওয়া নিয়ে গেলে সৎ ও নির্ভীক সাহসী এই উপদেষ্টা সমন্বয়কদের ফিরিয়ে দেন এবং বলে দেন বেশি বাড়াবাড়ি করলে সব ফাঁস করে দিবো। আর এজন্যই হয়তো তাঁকে মেরে ফেলার পরিকল্পনা নিয়ে সশস্ত্র হামলা চালিয়েছে সমন্বয়করা। এখন কি বলবেন? কি জঘন্য এই ঘৃণ্য হামলা! করতে থাকুন হা-হুতাশ হবেওনা একটা মামলা।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গত ২৫ আগস্ট আন্দোলনরত আনসারদের সাথে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। তখন আনসারের একটি গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় শিক্ষার্থীরা, সেসময় আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়। এই ঘটনা বা ভিডিওর সাথে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের কোনো সংশ্লিষ্টতা নেই। এছাড়া, এম সাখাওয়াত হোসেনের উপর সমন্বয়কদের হামলা করার কোনো খবর গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

ভিডিওটির কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গত ২৫ আগস্ট অনলাইন পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোরের ভেরিফায়েড ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "আনসারদের সাথে সং*ঘর্ষের পর আনসারের গাড়ি পেয়ে ভাঙচুরের চেষ্টা চালায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেনাবাহিনী, বিজিবি ও অন্য শিক্ষার্থীদের সহায়তায় রক্ষা পান গাড়ির ভেতরের আনসার কর্মকর্তা। #Ansar #students #secretariat"। ফেসবুক ভিডিওটি দেখুন--

 Full View

অর্থাৎ, গত ২৫ আগস্ট আনসার সদস্যদের সাথে সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

এছাড়া, কি-ওয়ার্ড সার্চ করে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের উপর সমন্বয়ক বা শিক্ষার্থীদের হামলার কোনো খবর কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট চাকরি জাতীয়করণের দাবিতে দিনভর সচিবালয় ঘেরাও করে রাখার পর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আনসার সদস্যরা।

সুতরাং আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার ভিডিওকে বস্ত্র, পাট ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের উপরে হামলার ভিডিও দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories