সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে ভিডিওটি প্রাচীন ভারতীয় নগরী দ্বারকার বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৮ এপ্রিল 'Nithyananda Deb Nitai' নামে একটি আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "দ্বারকা নগরীর জলের নীচে ডুবে থাকা ভগবান শ্রীকৃষ্ণের মন্দির...🙏❤️🌼"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভারতের শ্রী রাম নামে একজন ডিজিটাল ক্রিয়েটর দ্বারকা নগরীর ওই থ্রিডি এনিমেশন ভিডিওটি তৈরি করেন।
ভিডিওটির কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে "artz_by_ram" নামে একটি পোস্টে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ওই পোস্টটিতে শ্রী রাম নামে ওই ব্যক্তি "The lost temple... Made in 3d with the inspiration for real city in dwaraka"(হারিয়ে যাওয়া মন্দির... দ্বারকায় প্রকৃত শহরের অনুপ্রেরণা নিয়ে 3d-তে তৈরি) শিরোনামে একটি থ্রিডি ভিডিও পোস্ট করেন। ওই একাউন্ট বিশ্লেষণে দেখা যায়, শ্রী রাম নামে ওই ব্যক্তি প্রায়ই ডিজিটাল প্ল্যাটফর্মে তৈরি করা বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেন। এরই অংশ হিসেবে আলোচ্য ভিডিওটিও তৈরি করেন তিনি। ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--
উল্লেখ্য, দ্বারকা নগরী হিন্দুধর্মাবলম্বীদের কাছে পৌরাণিক এবং ঐতিহাসিকভাবে পবিত্র একটি স্থান। রাজা শ্রীকৃষ্ণ বর্তমান ভারতের গুজরাট রাজ্যে ওই শহরটি প্রতিষ্ঠা করেন বলে তারা বিশ্বাস করেন।
অর্থ্যাৎ থ্রি-ডি এনিমেশন ভিডিওর দৃশ্যকে বাস্তব দ্বারকা নগরীর ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।