সামাজিক মাধ্যমে একটি জনসমাগমের ভিডিও ছড়িয়েছে যেখানে দেখা যাচ্ছে মুহাম্মদ (স) এর নাম সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে। ফেসবুকে পোস্ট করা ভিডিওটিকে শার্লি হেবদোতে মুহাম্মদ (স) এর কার্টুন আঁকা ইস্যুতে ফ্রান্স সরকারের বিরুদ্ধে চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভের নেতুত্বে চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে ১০ লক্ষ মুসলমান নিয়ে অনুষ্ঠিত বিক্ষোভ বলে দাবী করা হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার লোগো এবং শিরোনামে Chechnya Protest: Thousands Gather To Rally লেখা দেখতে পাওয়া যায়।