HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পুরনো ছবি দিয়ে ভুয়া খবর

সময় টিভির সাংবাদিককে মারধর করার খবরটির কোন সত্যতা খুঁজে পায়নি বুম বাংলাদেশ।

By - BOOM FACT Check Team | 13 Feb 2021 5:17 PM IST

কিছু অনলাইন পোর্টালের বরাতে সামাজিক মাধ্যম ফেসবুকে ''আল-জাজিরা কে ভিত্তিহীন বলায় সময় টিভি'র সাংবাদিক'কে জুতা পিটা'' শিরোনামে একটি খবর ছড়িয়েছে যেখানে দাবি করা হচ্ছে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরাকে ভিত্তিহীন বলায় বরিশালের মোনতাহার নামে একজন সময় টিভির এক সাংবাদিককে মারধর করেছেন। দেখুন এখানেএখানে

আর্কাইভ করা আছে এখানে

ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে খবরটি প্রথম গত ২ ফেব্রুয়ারী ক্রেজি ক‌্যাপশন নামক একটি স্যাটায়ার পোর্টাল থেকে প্রকাশ করা হয়। পোর্টালটির অ্যাবাউট সেকশনে লেখা রয়েছে, ''এই ওয়েব সাইটের সকল কনটেন্ট শুধুমাত্র মনোরঞ্জনের উদ্দেশ্যে প্রকাশ করা হয়!''

এই পোর্টালকে সূত্র হিসেবে নিয়ে অন্যান্য অনেক পোর্টাল তা স্যাটায়ার সংক্রান্ত ডিসক্লেইমার ছাড়াই প্রকাশ করছে।

তাছাড়া সময় টেলিভিশনের সাংবাদিককে মারধরের ছবি দাবী করে ছড়ানো ছবিটি প্রকৃতপক্ষে বিএনপির সাবেক নেতা লে. জে. (অব) মাহবুবুর রহমান এর। গুগল রিভার্স ইমেজ সার্চ করে ২০০৭ সালের একটি ব্লগে এই ছবিটির পুরনো ভার্সন পাওয়া যায়।
উক্ত ব্লগে ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে-
"Looks like political dichotomy started taking shape in Bangladesh. Jaijaidin apparently defied DGFI directive not to publish the photo and description of jutapeta of ex military chief and BNP ( Moeen U) fraction leader Lt Gen Mahbubur Rahman."
সুতরাং এটা নিশ্চিত যে ছবিটি ২০০৭ কিংবা পূর্ববর্তী কোন এক সময়ের এবং তা সাম্প্রতিক হবার কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, বাংলাদেশের রাজনীতিতে আলোচিত ২০০৭ সালের ১/১১ এর সময় বিএনপির সংস্কারপন্থী অংশের একজন ছিলেন লে. জে. (অব) মাহবুবুর রহমান। সেসময় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গেলে সেসময় দলের অপর অংশের সমর্থকদের হাতে তিনি লাঞ্চিত হন বলে খবরে জানা যায়। দেখুন এখানেএখানে। 

Tags:

Related Stories