সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ছবিটি আয়ারল্যান্ডের সাগরের তীর থেকে তোলা হয়েছে। উপর থেকে নেয়া ছবিটিতে সবুজ মাঠ, হলুদ নদী, কালো বালুর সমুদ্র সৈকত এবং নীল সাগর মিলিত হতে দেখা যায়। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৩ মার্চ "Nirjhar Khan" নামের একটি ফেসবুক একাউন্ট থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "আয়ারল্যান্ডে অবস্থিত এই জায়গা, যেখানে সবুজ মাঠ, হলুদ নদী, কালো সমুদ্র সৈকত এবং নীল সাগর মিলিত হয়।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ছবিটি আয়ারল্যান্ডের নয় বরং আইসল্যান্ডের একটি সাগরের তীরের।
রিভার্স সার্চ করার পর দেখা যায়, 'sebastianmzh' নামের একটি ইন্সটাগ্রাম একাউন্ট থেকে ছবিটি ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর পোস্ট করা হয়েছিল। ছবিটির লোকেশনে উল্লেখ করা হয়েছে, আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় একটি সাগরের তীর থেকে ধারণ করা।
সার্চ করার পর, ছবিটি সেবাস্তিয়ান মুলার (Sebastian Müller) নামের একজন সুইস ফটোগ্রাফারের ব্যক্তিগত ওয়েবসাইটেও খুঁজে পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যায় ছবিটি তিনিই ধারণ করেছেন, ইন্সটাগ্রাম একাউন্টটিও তার। যদিও এই ছবির সাথে বিস্তারিত কোনো বিবরণ নেই।
বিস্তারিত জানতে অনুসন্ধানের পর, www.Mymodernmet.com নামের একটি ওয়েবসাইটে "Stunning Aerial Photos Capture Rare Sight of Icelandic Highlands When Thawed" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের সাথে ছবিটি যুক্ত করতে দেখা যায়। প্রতিবেদনটিতে সেবাস্তিয়ানের ছবিটি ধারণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। দেখুন--
পাশাপাশি, সেবাস্তিয়ানের তোলা আলোচ্য স্থানের ভিন্ন দিক থেকে ধারণ করা আরও একটি ছবি খুঁজে পাওয়া গেছে, যা Aerial Photography Awards 2020 মনোনীত হয়েছিল। এখানেও ছবিটি আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় একটি কালো ব্যতিক্রমধর্মী সাগরের তীর থেকে ধারণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। দেখুন--
অর্থাৎ ছবিটি আয়ারল্যান্ডের নয় বরং আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় একটি সাগরের তীর থেকে ধারণ করা হয়েছিল।
সুতরাং আইসল্যান্ডের সাগরের তীরের একটি ছবিকে আয়ারল্যান্ডের বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।