সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্ল্যাকবোর্ডে লিখছেন এমন একটি ছবি পোস্ট করা হচ্ছে। ছবিটিতে দেখা যাচ্ছে ব্ল্যাকবোর্ডে তিনি লিখছেন, "আ-তে আন্দোলন, ক-তে কচু হবে"। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৭ অক্টোবর 'Shariful Alam' নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করে লেখা হয়, "আশ্চর্য! এই ছবিটাতেও কিন্তু তারিখ লেখা আছে ২৮/১০.....!! এটাকে আমি মোটেও কাকতালীয় বলে মেনে নিতে পারছি না। হিস্ট্রি রিপিটস ইটসেলফ! আ - তে আন্দোলন। ক - তে কচু হবে ✌️✌️✌️"। ওই ছবিটিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ব্ল্যাকবোর্ডে কিছু লিখতে দেখা যায়। আর ব্ল্যাকবোর্ডে লেখা থাকতে দেখা যায়, "আ-তে আন্দোলন, ক-তে কচু হবে"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়, পোস্টের ছবিটি এডিটেড। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্ল্যাকবোর্ডে লেখার একটি ছবিকে এডিট করে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে বেগম খালেদা জিয়ার অফিসিয়াল টুইটার একাউন্টে অরিজিনাল ছবিটি খুঁজে পাওয়া যায়। যেখানে দেখা যাচ্ছে তিনি আলোচ্য পোস্টের অনুরূপ কিছু ব্ল্যাকবোর্ডে লিখছেন না বরং বিভিন্ন বাংলা বর্ণ লিখছেন। টুইটার পোস্টটি দেখুন--
এবারে আলোচ্য ছবি (বামে) এবং টুইটার একাউন্ট থেকে প্রাপ্ত অরিজিনাল ছবিটির (ডানে) মধ্যে তুলনামূলক সাদৃশ্য দেখুন--
একইভাবে সার্চ করে 'ধানের শীষ - Dhaner Shish' নামে একটি ফেসবুক পেজেও ছবিটি খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটি দেখুন--
এছাড়া ব্লগস্পটে "✴গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন✴" শিরোনামে একটি ব্লগেও ওই একই ছবি খুঁজে পাওয়া যায় যেখানে বেগম খালেদা জিয়াকে বাংলা বর্ণমালার কয়েকটি বর্ণ লেখা একটি ব্ল্যাকবোর্ডে লিখতে দেখা যায়। তবে, ওই ব্ল্যাকবোর্ডে কোনো শব্দ বা বাক্য লেখা ছিলো না।
অর্থাৎ বেগম খালেদা জিয়ার ব্ল্যাকবোর্ডে লেখার এই ছবিটি এডিটেড।
সুতরাং খালেদা জিয়ার একটি ছবিকে এডিট করে বিভ্রান্তিকর দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।