HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

'২৮০ বছর পর এবারের হজ শুক্রবার' দাবিটি সঠিক নয়

বুম বাংলাদেশ দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর, মাত্র আট বছর আগে ২০১৪ সালেও মুসলমানদের পবিত্র হজের দিন ছিল শুক্রবার।

By - Ummay Ammara Eva | 5 July 2022 5:47 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, ২৮০ বছর পর মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় ইবাদত পবিত্র হজের দিন পড়েছে শুক্রবার। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানেএখানে

গত ৩ জুলাই 'Mizanur Rahman Azhari Top Fans ☑️' নামের একটি পাবলিক গ্রুপে  'Faisal Arfin' নামের আইডি থেকে হজ্জ্ব চলাকালে ধারণকৃত কিছু খণ্ডচিত্রের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, 'দীর্ঘ ২৮০ বছর পরে এবারের হজ্জ্ব শুক্রবার পড়েছে। যা হজ্জ্বে আকবর,' পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। চলতি বছর মুসলমানদের পবিত্র হজের দিন শুক্রবার হলেও এটি ২৮০ বছর পরের ঘটনা নয়। বরং মাত্র ৮ বছর আগে ২০১৪ সালেও হজের দিন শুক্রবার ছিল। ওই বছরের হজ অক্টোবর মাসের ৩ তারিখে অনুষ্ঠিত হয়, যেদিনটি ছিল শুক্রবার।

কী ওয়ার্ড সার্চ করে নরওয়েভিত্তিক একটি ওয়েবসাইট 'timeanddate.com'-এ 'Is Arafat (Hajj) Day a Public Holiday?' শিরোনামে একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায় যেখানে গত ৫৬ বছরের ঈদ উদযাপনের তারিখ এবং বার উল্লেখ করা রয়েছে। সেখানে দেখা যায়, গত ২০০২, ২০০৯ এবং ২০১৪ সালের হজ পালনের দিন শুক্রবার। স্ক্রিনশট দেখুন--

নিবন্ধটি পড়ুন এখানে

বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট 'hajj.gov.bd'-তে ২০১৪ সালে সম্পন্ন হজের সম্পূর্ণ বিবরণ পাওয়া যায় যেখানে দেখা যায়, ওই বছরের ৩ অক্টোবর হজ অনুষ্ঠিত হয় এবং দিনটি ছিল শুক্রবার। স্ক্রিনশট দেখুন--

নিবন্ধটি দেখুন এখানে

এদিকে ২০১৪ সালের পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আরো নিশ্চিতভাবে জানা যায় সৌদি আরবের করা একটি প্রতিবেদনে। ওই প্রতিবেদনে জানানো হয়, অক্টোবরের ৩ তারিখেই অনুষ্ঠিত হয় ওই বছরের হজ।

অর্থাৎ ২০২২ সালের আগে ২০১৪ সালে মাত্র ৮ বছর আগেও শুক্রবারে হজ পালিত হয়েছিল।

সুতরাং ২৮০ বছর পরে এবারের হজ শুক্রবারে পালিত হবে বলে যে দাবি প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়।

Tags:

Related Stories