সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে হনুমান চল্লিশা পাঠ করা হচ্ছে। এরকম কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৯ নভেম্বর 'Shaibal Acharjee' নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "১৪২ কোটি মানুষের হয়ে ১১টা ছেলে লড়ছে।হনুমান চল্লিশায় প্রার্থনা জানাচ্ছে ভারতীয় দর্শক-🇧🇩🇮🇳 ভিডিও- Partha Pratim Biswas দাদা।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গত ১৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তানের ম্যাচের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতীয় সঙ্গীতশিল্পী দর্শন রাভাল সঙ্গীত পরিবেশনের ভিডিওটিতে ভিন্ন অডিও যুক্ত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটিতে এক ব্যক্তিকে মাইক্রোফোন হাতে কিছু বলতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--
উপরের দৃশ্যটিকে কেন্দ্র করে কি-ওয়ার্ড সার্চ করে বিকিউপ্রাইম নামের একটি ওয়েবসাইটে "India vs Pakistan, World Cup 2023: Pre-Match Ceremony Date, Time, List Of Performers And Live Streaming" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ক্রিকেট বিশ্বকাপে গত ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন ভারতের বিখ্যাত কয়েকজন সঙ্গীতশিল্পী। এই তালিকায় ছিলেন ভারতের শিল্পী শঙ্কর মহাদেব, সুখীন্দর সিং, অরিজিৎ সিং ও দর্শন রাভালসহ আরো অনেকে। স্ক্রিনশট দেখুন--
উপরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কি-ওয়ার্ড সার্চ করে 'Sadashiv' নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা 'Darshan Raval at Narendra Modi Stadium ❤❤#india #indian #indvspak #indianarmy #pakistan #pakvsind' ক্যাপশনে একটি শর্ট ভিডিওতে আলোচ্য ভিডিওটির মতই হুবহু একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতে ভারতীয় সঙ্গীতশিল্পী দর্শন রাভালকে গান গাইতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে 'Program Big' নামে একটি ইউটিউব চ্যানেলে "Darshan Raval Live Performance | Darshan Raval Narendra Modi Stadium | Darshan Raval World Cup" শিরোনামে ১৪ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামের লাইভ পারফরম্যান্সের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এতে দেখা যায়, ভিডিওটির ১ মিনিট ৪০ সেকেন্ডে দর্শন রাভালের কণ্ঠে গাওয়া গানটি এবং উপরের ভিডিওর গানটি অভিন্ন। ইউটিউব ভিডিওটি দেখুন--
অর্থ্যাৎ, দর্শন রাভালের গান গাওয়ার ভিডিওতে ভিন্ন অডিও বসিয়ে ভিডিওটি প্রচার করা হচ্ছে। এদিকে, আলোচ্য ভিডিওটিতে বসানো হনুমান চল্লিশা পাঠের অডিওর উৎস সন্ধানে কি-ওয়ার্ড সার্চ করে 'Jaipur Waley' নামে একটি ইউটিউব চ্যানেলে গত ৩ জুন আপলোড করা 'Hanuman Chalisa Path in Jaipur 😍🙏🙏' শিরোনামের একটি শর্ট ভিডিওতে আলোচ্য ভিডিওর সাথে যুক্ত অডিওটি খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন এখানে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ পূর্ববর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শন রাভালের গান পরিবেশনের ভিডিওতে হনুমান চল্লিশা পাঠের অডিও যুক্ত করে প্রচার করা হচ্ছে।
সুতরাং বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি ভিডিওতে ভিন্ন একটি ভিডিওর হনুমান চল্লিশা পাঠের অডিও যুক্ত করে প্রচার করা হচ্ছে, ফেসবুকে যা বিভ্রান্তিকর।