সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে সাগরে বিধ্বস্ত হওয়া একটি বিমানের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ইন্দোনেশিয়ায় একটি বিমান দুর্ঘটনায় ১৭৮ জন মারা গেছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৭ অক্টোবর "D r e a m - স্বপ্ন ッ" নামের ফেসবুক পেজ থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় ১৭৮ জন মারা গেছে 😭😭 আল্লাহ সবাই কে জান্নাত দান করুক(আমিন)🤲🤲 "। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের বর্ণনায় করা দাবিটি বিভ্রান্তিকর। ছবিটি সাম্প্রতিক নয় বরং ৯ বছর পুরোনো একটি বিমান দুর্ঘটনার যাতে কোনো যাত্রীই মারা যাননি।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করার পর, ২০১৩ সালের ১৩ এপ্রিল "Investigators probe Lion Air crash in Bali" শিরোনামে প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যম ইউএসটুডে'র একটি প্রতিবেদনে বিধ্বস্ত হওয়া প্লেনের ছবিটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ইন্দোনেশিয়ার বিমান সংস্থা লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ মডেলের একটি বিমান ২০১৩ সালের ১৩ এপ্রিল বালি এয়ারপোর্টে অবতরণ করতে গিয়ে দুর্ঘটনাক্রমে সাগরে গিয়ে পড়ে। তবে এই দুর্ঘটনায় বিমানে থাকা যাত্রী ও ক্রু সহ কিছু আরোহী আহত হলেও ১০৮ জনের কেউই মারা যায়নি। স্ক্রিনশট দেখুন--
বিধ্বস্ত হওয়া প্লেনের ছবিটি সহ খবরটি তখন দ্য গার্ডিয়ান সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ছবিটি নয় বছর পুরোনো দুর্ঘটনা কবলিত একটি বিমানের এবং ওই বিমান দুর্ঘটনায় কেউ নিহত হননি।
প্রসঙ্গত, ২০১০ সালের পর থেকে সবচেয়ে বেশি বিমান দুর্ঘটনা ঘটা দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া অন্যতম। ২০১৮ সালে এবং ২০২১ সালে দেশটিতে ঘটা দুটি বিমান দুর্ঘটনায় বিপুল সংখ্যক যাত্রী হতাহতের ঘটনা ঘটেছে। তন্মধ্যে ২০১৮ সালে দুর্ঘটনা কবলিত বিমানটি লায়ন এয়ারের ছিল। তবে সাম্প্রতিক কোনো বিমান দুর্ঘটনার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়নি।
সুতরাং নয় বছর পুরোনো দুর্ঘটনা কবলিত ইন্দোনেশিয়ান একটি বিমানের ছবি দিয়ে ১৭৮ জনের মৃত্যুর খবর প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।