সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, দক্ষিণ ভারতের অভিনেত্রী সাই পল্লবী বিয়ে করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৮ সেপ্টেম্বর 'শুভ্র শুভ' নামের একটি ফেসবুক আইডি থেকে অভিনেত্রী সাই পল্লবীর একটি ছবি পোস্ট করে বলা হয়, "বিয়ে করেছেন দক্ষিণ সিনেমা জগতের ন্যাচারাল বিউটি গার্ল নামে খ্যাত সাই পল্লবী। শুভ কামনা নব দম্পতি।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য পোস্টের ছবিটি অভিনেত্রী সাই পল্লবীর বিয়ের নয় বরং সম্প্রতি তার অভিনীত 'SK 21' নামের একটি সিনেমার মহরত অনুষ্ঠানে সিনেমাটির পরিচালক রাজকুমার পেরিয়াসামির সাথে সাই পল্লবীর ওই ছবিটি ধারণ করা হয়।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ওটিটিপ্লে ডট কম নামে একটি ওয়েবসাইটে গত ৯ মে 'Happy Birthday Sai Pallavi: Director Rajkumar Periasamy reveals actress' pics from SK 21's launch' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, সাই পল্লবী অভিনীত 'SK 21' এর মহরত অনুষ্ঠানে তোলা কিছু ছবি সাই পল্লবীর জন্মদিন উপলক্ষ্যে প্রকাশ্যে এনেছেন পরিচালক রাজকুমার পেরিয়াসামি। স্ক্রিনশট দেখুন--
উক্ত সংবাদটির সাথে যুক্ত পরিচালক রাজকুমার পেরিয়াসামির এক্স (টুইটার) একাউন্টে করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে আলোচ্য ছবিটির একটি পূর্ণাঙ্গ ভার্সনের ছবি খুঁজে পাওয়া যায়, যেখানে ফুলের মালা পরা অবস্থায় সাই পল্লবির পাশে পরিচালককে 'SK 21' লেখা একটি পোস্টার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। টুইটার পোস্টটি দেখুন--
এবারে আলোচ্য পোস্টে যুক্ত ছবি (বামে) এবং টুইটার পোস্টে থাকা একটি ছবি (ডানে) দেখুন পাশাপাশি--
আরো সার্চ করে শপার্স ভিলা নামে একটি ওয়েবসাইটে 'Is Sai Pallavi Got Married? Sai Pallavi’s Marriage Photo & Husband Name Rumor' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, ছবিটির পরিচালক রাজকুমার পেরিয়াসামি ছবিটি শেয়ার করেছেন যেখানে সাই পল্লবীর সাথে ফুলের মালা পরা অবস্থায় তাকে এমনভাবে পোজ দিতে দেখা যায়, যা সাধারণত প্রথাগত বিয়েতে দেখা যায়। তবে রাজকুমার স্পষ্ট করেছেন, এটি কোনো বিয়ের ছবি নয় বরং কেবল মহরত অনুষ্ঠানের পূজার ছবি ছিল এটি। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ অভিনেত্রী সাই পল্লবী এবং তাঁর একটি সিনেমার পরিচালক রাজকুমার পেরিয়াসামির ফুলের মালা গলায় দিয়ে তোলা ছবিটি সিনেমার মহরত অনুষ্ঠানের, তাদের বিয়ে সংক্রান্ত নয়।
সুতরাং সিনেমার মহরত অনুষ্ঠানের ছবিকে অভিনেত্রী সাই পল্লবীর বিয়ের ছবি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।