অভিনেতা হাসান মাসুদের ধর্মান্তরিত হওয়ার গুঞ্জনে তাঁর বক্তব্য নিয়ে একটি খবর সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। অখ্যাত কিছু অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে প্রচার করা এমন দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে এবং এখানে।
গত ১২ আগস্ট 'Today ঢাকা' নামের একটি ফেসবুক পেজ থেকে অনলাইন পোর্টালের একটি খবর পোস্ট করে বলা হয়, 'অভিনেতা হাসান মাসুদ ধর্মান্তরিত হওয়া প্রসঙ্গে যা জানালেন'। হুবহু একই রকম শিরোনামে প্রকাশিত খবরটিতে বলা হয়, গত মঙ্গলবার এক বিশ্ববিদ্যালয়ের আড্ডায় অভিনেতা হাসান মাসুদ বলেন, তার তিলক দেয়া একটি ছবি ভাইরাল হয়েছে এবং লোকে ভাবছে তিনি ধর্মান্তরিত হয়েছেন। কিন্তু সেটি ছিল মূলত একটি অনুষ্ঠানের ছবি যেখানে আয়োজকরা কপালে তিলক লাগিয়ে দিয়েছিল। ধর্মান্তরিত হওয়ার খবরকে তিনি গুজব হিসেবে চিহ্নিত করেন। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
খবরটির আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এ বিষয়ে অভিনেতা হাসান মাসুদের বক্তব্য সম্বলিত খবরটি গত বছরের। ২০২০ সালে একাধিক অনলাইন পোর্টালে খবরটি প্রকাশিত হয়। ২০২০ সালের ২১ জুলাই 'ধর্মান্তরিত হওয়া প্রসঙ্গে যা জানালেন হাসান মাসুদ' শিরোনামে একটি খবর প্রকাশিত হয় 'জুম বাংলা' নামের একটি অনলাইন পোর্টালে। দেখুন স্ক্রিনশট--
মূলত 'জুম বাংলা'তে প্রকাশিত এই পুরনো খবরটি হুবহু কপি করে সম্প্রতি প্রকাশ করে একাধিক অনলাইন পোর্টাল।
এছাড়া ২০২০ সালের জুলাই মাসে আরো কিছু অনলাইন পোর্টালে এই খবরটি প্রকাশিত হয়েছিল। দেখুন আরেকটি খবরের স্ক্রিনশট--
প্রতিবেদনটি পড়ুন এখানে।
অর্থাৎ ২০২০ সালে অভিনেতা হাসান মাসুদের ধর্মান্তরিত হওয়ার গুজব নিয়ে তাঁর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে করা গত বছরের একটি খবরকে নতুন করে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।