ফেসবুকে একটি খবর বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, প্রথম আলোর একটি খবরে বলা হয়েছে, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলার সাথে ইসকন জড়িত। উক্ত দাবির পক্ষে প্রথম আলোর খবরের একটি স্ক্রিনশটও ভাইরাল হয়েছে। দেখুন এখানে, এখানে এবং এখানে।
M Delawar Hussain নামের একটি আইডি থেকে একটি পোস্ট করা হয়। যার ক্যাপশনে বলা হয়, "কুষ্টিয়ায় ভাস্কর্যে হামলাকারীরা ইস্কন সদস্য। সুতরাং ইস্কন একটা সন্ত্রাসী সংগঠন।" দেখুন পোস্টটির স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশের অনুসন্ধানে দেখা গেছে, উক্ত পোস্টগুলোর সাথে ভাইরাল হওয়া স্ক্রিনশটটি অস্বাভাবিক। প্রথমত, উক্ত স্ক্রিনশটের ক্যাপশনে একটি শিরোনাম দেয়া আছে, "কুষ্টিয়ায় ভাস্কর্যে হামলাকারীরা ইস্কন সদস্য"। কিন্তু দেখা গেছে, খবর শেয়ার করার ক্ষেত্রে প্রথম আলো তাদের পোস্টের ক্যাপশনে শিরোনাম নয়, খবরের একটি অংশ শেয়ার করে থাকে।
দ্বিতীয়ত, ভাইরাল হওয়া স্ক্রিনশটটির ক্যাপশনটি কিছুটা বড় ফন্টে লেখা। কিন্তু ফেসবুকে কোনো পোস্টে ক্যাপশন দেয়ার ক্ষেত্রে ফন্ট বড় কিংবা ছোট করার সুযোগ নেই। দেখুন, প্রথম আলোর ফেসবুকে শেয়ারকৃত একটি খবরের নমুনা--
এছাড়াও ছড়িয়ে পড়া স্ক্রিনশটটিতে শিরোনামের জায়গায় খবরের একটি 'ইন্ট্রো' দেখা যাচ্ছে যা সাধারণ নজরেই ধরা পড়ে। যার ফলে সহজেই বুঝা যায়, স্ক্রিনশটটি বানোয়াট। প্রথম আলো বা অন্য কোনো সংবাদমাধ্যমে কুষ্টিয়ার ঘটনায় ইসকন সদস্যরা জড়িত এমন কোনো খবর প্রকাশিত হয়নি। অর্থাৎ 'কুষ্টিয়ায় ভাস্কর্যে হামলাকারীরা ইস্কন সদস্য' খবরযুক্ত স্ক্রিনশটটি ভুয়া এবং ভিত্তিহীন।