সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজের লোগোযুক্ত একটি ফটোকার্ড শেয়ার করা হচ্ছে যেখানে মেসির ছবিসহ লেখা রয়েছে, বাংলাদেশি ফুটবলার জামাল ভুঁইয়ার বকেয়া বেতন পরিশোধ করবেন লিওনেল মেসি। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১১ মে 'Argentine Legends' নামের একটি ফেসবুক পেজে বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজের লোগোযুক্ত একটি ফটোকার্ড শেয়ার করে লেখা হয়, "কিছুদিন আগে আর্জেন্টাইন ক্লাব 'সোদে দে মায়া'তে খেলতে গিয়েছিল জামাল ভূঁইয়া। আর্থিক অবস্থা খারাপ হওয়ায় জামাল ভূঁইয়ার বেতন পরিশোধ করতে পারেনি ক্লাবটি। জামাল ভূঁইয়া বাংলাদেশের প্লেয়ার সে কথা জানতে পারার পর জামালের সব বকেয়া বেতন কিং মেসি পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।❤️"। এছাড়াও, ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, "জামাল ভুঁইয়ার বকেয়া বেতন পরিশোধ করবে লিওনেল মেসি"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজের একটি ফটোকার্ডকে এডিট করে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ফটোকার্ডে লেখা তথ্যের সত্যতা জানতে কি-ওয়ার্ড সার্চ করে ডিবিসি নিউজের ওয়েবসাইটে, লিওনেল মেসি জামাল ভুঁইয়ার বকেয়া বেতন পরিশোধ করবেন এরকম কোন সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
পরে ডিবিসি নিউজের অফিসিয়াল ফেসবুক পেজে কি-ওয়ার্ড সার্চ করে লিওনেল মেসি সংক্রান্ত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচ্য ফটোকার্ড এবং ডিবিসি নিউজের ফটোকার্ডটির মধ্যে মিল রয়েছে (শিরোনাম ব্যতীত)। তবে ডিবিসি নিউজের ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, "আরও একবার শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন মেসি"। ফেসবুক পোস্টটি দেখুন--
এবারে, আলোচ্য ফটোকার্ডটি (বামে) এবং ডিবিসি নিউজের ফেসবুক পেজের ফটোকার্ডটির একটি তুলনামূলক চিত্র দেখুন--
এর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে গত ১৬ জানুয়ারি ডিবিসি নিউজের অনলাইন ভার্সনে "আরও একবার শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন মেসি" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
আলোচ্য ফটোকার্ডটি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ বিষয়ে আরো নিশ্চিত হতে ডিবিসি নিউজের ডিজিটাল হেড কামরুল ইসলাম রুবেলের সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। তিনি আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করেন।
অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি ডিবিসি নিউজের বানানো নয় বরং এডিট করে তৈরি করা।
উল্লেখ্য আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়োতে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু দেড় বছরের চুক্তির অল্প দিনের মাথায় বেতন না পাওয়ায় সেই ক্লাব ছেড়ে চলে আসেন তিনি। এরপরই ফিফার কাছে বকেয়া চেয়ে আবেদন করে নিজের পক্ষে রায় পান। জামালকে ৭ মাসের বেতন এবং চুক্তিভঙ্গের জরিমানাসহ মোট ১ লাখ ৬২ হাজার ৯৮০ ডলার পরিশোধ করতে সোল দে মায়োকে নির্দেশ দেয় ফিফা।
সুতরাং বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজের ফটোকার্ড এডিট আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে জড়িয়ে যে তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, তা সঠিক নয়।