সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে পোস্ট করে বলা হচ্ছে, সেনাবাহিনীর চাপে তফসিল বাতিল করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
ঘন্টাখানেক আগে 'Bangladesh Nationalist Party-BNP' নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "সেনাবাহিনীর চাঁপে তফসিল বাতিল করলো সিইসি | সেনাবাহিনীকে ভয় পাচ্ছে প্রধানমন্ত্রী | BNP | Awami league"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ফেসবুক পোস্টে যুক্ত ভিডিওটির ক্যাপশনে সেনাবাহিনীর চাপে প্রধান নির্বাচন কমিশনারের নির্বাচনী তফসিল বাতিলের দাবি করা হলেও ভিডিওটির বিষয়বস্তুতে এরকম কোনো সংবাদ প্রচারিত হয়নি। এছাড়াও, সম্প্রতি ঘোষিত দ্বাদশ নির্বাচনী তফসিল বাতিলের কোনো সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা আজকের পত্রিকায় "দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জানুয়ারি" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন।" স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ডেইলি স্টার বাংলা, দৈনিক প্রথম আলো এবং দৈনিক নয়া দিগন্তের ওয়েবসাইটেও একই সংবাদ খুঁজে পাওয়া যায়।
এদিকে, বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করেও গত ১৫ নভেম্বর ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। অনলাইন পোর্টাল জাগোনিউজে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ করছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
অর্থাৎ তফসিল বাতিলের দাবিটি সঠিক নয়।
সুতরাং সেনাবাহিনীর চাপে নির্বাচনী তফসিল বাতিলের ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।