HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিন্ন তরুণীর নাচের ভিডিও সমন্বয়ক নুসরাত তাবাসসুমের বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভারতের পশ্চিমবঙ্গের প্রিয়াঙ্কা দাস নামের একজন কনটেন্ট ক্রিয়েটরের নাচের ভিডিও এটি।

By - Mamun Abdullah | 30 Sept 2024 12:55 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি নাচের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, সুইজারল্যান্ড নাইট ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমের নাচছেন ও মাস্তি করছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এখানে

গত ২১ সেপ্টেমবর 'Rajib Ahmed' নামের একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ্য করা হয়, "সমন্বয়ক নুসরাত তাবাসসুম ত্রাণের টাকায় নয়, টিউশনির টাকা দিয়ে সুইজারল্যান্ড নাইট ক্লাবে রঙ্গ মাস্তি! ত্রাণের টাকা খরচ শেষে তাদের নিজ ব্যংকে জমা আছে।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ভাইরাল ভিডিওটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমের নয়; বরং এটি ভারতের পশ্চিমবঙ্গের প্রিয়াঙ্কা দাস নামের এক কনটেন্ট ক্রিয়েটরের।

ভিডিওটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'priyankadaskolkata29' নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৩ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেই ভিডিওর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে ভাইরাল ভিডিওটির মিল খুজে পাওয়া যায়। একাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, তিনি ভারতের পশ্চিমবঙ্গের একজন কনটেন্ট ক্রিয়েটর। পোস্টটি দেখুন--



কি-ওয়ার্ড সার্চ করে ওই অ্যাকাউন্টে গত ১৪ সেপ্টেম্বর ভিডিওতে উপস্থিতিদের ছবি পাওয়া যায়। যে ছবিতে আলোচ্য ভিডিওটিতে উপস্থিত প্রায় সকল সদস্য উপস্থিত আছেন। স্ক্রিনশট দেখুন--


নিচে নাচের ভিডিওতে থাকা নারী (বামে) এবং সমন্বয়ক নুসরাত তাবাসসুমের চেহারা (ডানে) দেখুন পাশাপাশি-- 



অর্থাৎ ফেসবুকে নাচের ভাইরাল ভিডিওটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুমের নয়; এটি ভারতের প্রিয়াঙ্কা দাস নামের একজন কনটেন্ট ক্রিয়েটরের।

সুতরাং, ভারতের পশ্চিমবঙ্গের কন্টেন্ট ক্রিয়েটরের নাচের ভিডিও নুসরাত তাবাসসুমের দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories