HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

প্রধানমন্ত্রীর সৌদি আরব যাওয়ার পুরোনো ছবি সাম্প্রতিক বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ২০১৯ সালে অনুষ্ঠিত মক্কা সামিটে অংশ নিতে সৌদি আরবে গেলে প্রধানমন্ত্রীর এই ছবিটি ধারণ করা হয়।

By - Ummay Ammara Eva | 15 Nov 2023 3:39 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধক আইডি পেজ ও গ্রুপে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সৌদি আরব ভ্রমণের সময়ে ধারণ করা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে

গত ৫ নভেম্বর 'Advocate S.M. Rashed Chowdhury' নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করে লেখা হয়, "জননেত্রী শেখ হাসিনার সৌদি সফর। প্রিয় নেত্রির জন্য সৌদি সরকার লালগালিচা সংবর্ধনা আয়োজন করেছে। কিছু মানুষের জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। শেখ হাসিনার সাথে খেলতে হলে যে মেধা ও মগজের দরকার তা আপনাদের নেই।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ২০১৯ সালে সৌদি আরবে অনুষ্ঠিত ওআইসির (Organization of Islamic Cooperation) মক্কা সামিটে অংশগ্রহণ করতে দেশটিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন জেদ্দা বিমানবন্দরে প্রধানমন্ত্রীর আলোচ্য ছবিটি ধারণ করা হয়েছিল।

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ২০১৯ সালের ১ জুন "বঙ্গবন্ধু পরিবার" নামে একটি ফেসবুক পেজে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। "একটা মুস‌লিম রাষ্ট্রপ্রধা‌নের এমন হওয়াটাই স্বাভা‌বিক। ১৪তম ওআ‌ই‌সি সম্মেল‌নে যোগ দি‌তে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে লালগা‌লিচা সংবর্ধনা দেওয়া হয়।" ক্যাপশনে করা ওই ফেসবুক পোস্টে আলোচ্য ছবিটিসহ বিভিন্ন দিক থেকে তোলা প্রধানমন্ত্রীর আরো কয়েকটি ছবি দেখতে পাওয়া যায়। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

আরো সার্চ করে বাংলা ট্রিবিউনের অনলাইন ভার্সনে ২০১৯ সালের ১ জুন "Red carpet rolled out as PM arrives in Saudi Arabia" শিরোনামে একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটির মতই একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মক্কা সামিটে অংশগ্রহণ উপলক্ষে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে নামার পর তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। স্ক্রিনশট দেখুন--


এছাড়াও, মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউউজের ওয়েবসাইটেও ২০১৯ সালের ৩১ মে "Bangladesh PM arrives for Makkah summit" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। আরব নিউজের ওয়েবসাইটে প্রাপ্ত ছবিটির ধারণের স্থান ভিন্ন হলেও, ছবিটিতে দেখানো ব্যক্তিবর্গ এবং আলোচ্য পোস্টে দেখানো ব্যক্তিবর্গের মধ্যে মিল রয়েছে। স্ক্রিনশট দেখুন--


এবারে, আলোচ্য পোস্টে দেখানো ছবি (বামে) এবং আরব নিউজের ওয়েবসাইটে প্রাপ্ত (ডানে) ছবিটির  ভিতরে মিলগুলো লক্ষ্য করুন--


অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৯ সালে মক্কা সামিটে অংশ নিতে সৌদি আরব যাওয়ার পর ধারণ করা ছবিকে সাম্প্রতিক দাবি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

সুতরাং প্রধানমন্ত্রীর ৪ বছরের পুরনো ছবিকে সাম্প্রতিক দাবি করে নতুন করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories