সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে মিছিলের একটি ছবিতে চারজনকে চিহ্নিত করে পোস্ট করা হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে, চিহ্নিত চারজনের মধ্যে তিনজন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একজন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। তারা সবাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্রী সংগঠন ছাত্রী সংস্থার পদধারী নেত্রী। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৬ জুলাই 'মোঃ কাউছার আহমেদ সারোয়ার' নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে বলা হয়, "পুলিশ আন্দোলনকারীদের মা র ছে, তাই পুলিশের শাস্তি দিতেই হবে; অন্যদিকে আন্দোলনকারীরা পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও সাধারণ মানুষ মা র ছে তাদেরকে নাকি কোন প্রকার মা ম লা দেওয়া যাবেনা, হয়রানি করা যাবে না। ছাত্রলীগ আন্দোলনকারীদের পিটাইছে তাই ছাত্রলীগকে বয়কট করতে হবে, ছাত্রলীগের কেও ক্লাসে গেলে তারা নাকি ক্লাস বর্জন করবে। তারা যে ছাত্রলীগকে পিটাইলো সেই হিসেব নাই। একজন ছাত্রলীগ নেতার ছাত্রলীগের আগে পরিচয় সে একজন ছাত্র সেটা মাথায় থাকেনা চুতিয়াদের। মামা বাড়ির আবদারের ঝুড়ি নিয়ে বসছে চুতিয়ারা। আস্ফালন বেড়ে গেলে জনগণই বুঝিয়ে দিবে। কোনটা আমজনতার দাবি আর কোনটা একক কোন গোষ্ঠীর দাবি সেটা এদেশের জনগণ জানে। আস্তে আস্তে সব ক্লিয়ার হওয়া শুরু হয়েছে।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ছবিতে দৃশ্যমান কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিলের এবং ছবিতে চিহ্নিত চার আন্দোলনকারী শিক্ষার্থী ওই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের কোনো সম্পর্ক নেই।
সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে "কুবিতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বেশ কয়েকজন আহত" শিরোনামে দ্যা ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনের ৪০ সেকেন্ডের পরের অংশের সাথে ভাইরাল ছবিটির হুবহু মিল রয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। ভিডিওটি দেখুন--
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থী পরিচয়ে ভাইরাল ছবি (বামে) এবং ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলে প্রচারিত কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ভিডিওর স্ক্রিনশটের (ডানে) মিল দেখুন পাশাপাশি--
পাশাপাশি সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে "কুবির সাধারণ শিক্ষার্থীদের ‘শিবির’ বলে প্রচার" শিরোনামে 'চ্যানেল ২৪' এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে ভাইরাল পোস্টের স্ক্রিনশট উল্লেখ করে বলা হয়, "প্রচারিত ছবিটি গত ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটবাড়ি এলাকায় মিছিলের। যাদের বিরুদ্ধে এই প্রচার করা হচ্ছে তারা সবাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থী। ওই চার শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, তারা সাধারণ শিক্ষার্থী হিসেবে কোটা বিরোধী আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করেছিলেন। এ ছাড়া কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা জড়িত নন।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভাইরাল ছবিতে চিহ্নিত শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, যারা কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নন।
সুতরাং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলের ছবি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীদের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।