HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

এটি বিনোদনমূলক ভিডিওর একাংশ, ব্লগার আসাদ নূরকে মারধরের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওতে মারধরের শিকার ব্যক্তি মহানবীকে নিয়ে কটুক্তিকারী আসাদ নূর নন বরং এটি একটি বিনোদনমূলক ভিডিও।

By - Ummay Ammara Eva | 11 Aug 2023 2:57 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে এক ব্যক্তিকে মারধরের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, মারধরের শিকার ব্যক্তি মহানবী (স.) কে নিয়ে কটুক্তিকারী ব্লগার আসাদ নূর। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানে, এখানে, এখানে, এখানে, এখানে

গত ৭ আগস্ট "মুহাম্মাদ আজিজুর রহমান" নামে একটি আইডি থেকে এমন একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "কুলাঙ্গার আসাদ নূর। নবীপ্রেমীদের ভিড়ে দৌড়ে পালাবার সুযোগ নেই যে তোর জীবন পুরদ্বীপ নিভে যাবে আধার শেষে তোর জীবনে ফুটবে না আর ভোর"। স্ক্রিনশট দেখুন--


অর্থ্যাৎ, ভিডিওতে মারধরের শিকার ব্যক্তি ব্যক্তিকে মহানবী (স.) কে নিয়ে কটুক্তিকারী ব্লগার আসাদ নূর বলে দাবি করা হচ্ছে।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টটির দাবিটি সঠিক নয়। ভিডিওটি মহানবী (স.) কে নিয়ে কটুক্তিকারী ব্লগার আসাদ নূরকে মারধরের নয় বরং এটি বিনোদনের উদ্দেশ্যে 'পাতিনেতা' শিরোনামে নির্মিত একটি নাটিকার খণ্ডাংশ।

আলোচ্য ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে "Nirjon Nahuel Rasel" নামে একটি ফেসবুক আইডিতে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "গণধোলাই #Roshovonggo #akashlelin #lelin #viralpost. Kese laga. Mc"। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

উপরের ফেসবুক পোস্টের সূত্র ধরে রসভঙ্গ নামে একটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পেজটিতে "পাতিনেতা - Pati Neta" ক্যাপশনের একটি ভিডিওর শুরুতেই আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক ভিডিওটির শুরু থেকে ৮ সেকেন্ড পর্যন্ত হুবহু আলোচ্য ভিডিওটি দেখতে পাওয়া যায়। ৮ আগস্ট পোস্ট করা ওই ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, "এই ভিডিওটা থেকে একটা দৃশ্য নিয়ে আমরা আমাদের Tiktok এবং আমাদের ফেইসবুক পেজে পোস্ট করেছিলাম। সবাই এখন থেকে নিয়ে ফেইসবুক পোস্ট করছে এবং সবাই আমাদের ভাবছে আমরা Asad Noor's Vlog। আপনারা সবাই ভুল ভাবছেন এবং আমাদের কমেন্ট এবং ইনবক্স অনেক আজেবাজে গালি দিচ্ছেন । সবার কাছে অনুরোধ থাকলো আমাদের কেউ গালি দিয়েন না। আসাদ নূরের এইটা হওয়ার ১ সপ্তাহ আগে আমরা এই ভিডিও পোস্ট করেছিলাম। আমরা আসাদ নূর এর জন্য এই ভিডিওটি বানাই নি। আপনারা সবাই আগে একটু যাচাই করে বিচার করুন।" অর্থ্যাৎ ভিডিওটির সাথে আসাদ নূরের কোনো সম্পর্ক নেই। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

এছাড়াও, উপরের ফেসবুক পোস্টে যুক্ত ইউটিউব লিংকের সূত্র ধরে রসভঙ্গের ইউটিউব চ্যানেল "Roshovonggo - রসভঙ্গ"-তে "পাতিনেতা: The Funniest Bengali Comedy Natok You'll Watch in 2023" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শুরু থেকে ৮ সেকেন্ড পর্যন্ত হুবহু আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এছাড়াও, ভিডিওটির বর্ণনা অংশ থেকে জানা যায়, ইউটিউব চ্যানেলটি বিনোদনের উদ্দেশ্যে ভিডিও তৈরি করে। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View

অর্থাৎ আলোচ্য ভিডিওটি আসাদ নূরকে মারধরের ভিডিও নয় বরং বিনোদনের উদ্দেশ্যে বানানো 'পাতিনেতা' নামের একটি ছোট নাটকের খণ্ডাংশ।

উল্লেখ্য, ব্লগার আসাদ নূরের বিরুদ্ধে 'আসাদ নূর ব্লগ' নামে একটি ব্লগ থেকে ধর্মীয় ও স্পর্শকাতর বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। গত ৪ আগস্ট 'আসাদ নুর ব্লগ' থেকে আবারও ধর্মীয় বিষয়ে স্পর্শকাতর কটূক্তি করে ভিডিও প্রচার করা হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এঘটনায় তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। 

সুতরাং বিনোদনমূলক একটি ভিডিও পোস্ট করে তা ব্লগার আসাদ নূরকে মারধরের ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories