ডা. রাজেন্দ্র ক্যান্সারের চিকিৎসায় নারকেল গরম জল পানের কথা বলেননি
বুম বাংলাদেশ দেখেছে, ডা. রাজেন্দ্র বাড়বে এ ধরণের পরামর্শ দেননি, এছাড়া স্বাস্থ্য বার্তাটির বৈজ্ঞানিক কোনো ভিত্তিও নেই।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক অ্যাকাউন্ট, পেজ এবং গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে; ক্যান্সার থেকে মুক্তি পেতে চিকিৎসা করে করে হয়রান হয়ে গেলে, নারকেল ফুটানো গরম জল খেতে পরামর্শ দিয়েছেন ভারতের টাটা মেমোরিয়াল হসপিটালের ডা. রাজেন্দ্র এ. বাড়বে। এই বার্তাটি মানুষের সাথে শেয়ার করতেও বলেছেন তিনি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১ ফেব্রুয়ারি 'Masuma Ahmed Priya' নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়। এতে বলা হয়, "আপনাদের সবাইকে বিনীত নিবেদন যে কোনও ক্যান্সার রোগ গ্রস্ত ব্যক্তি জানা থাকলে তাকে বলুন চিকিৎসা করে করে হয়রান হয়ে গেলে, নারকেল ফুটানো গরম জল খেতে। টাটা মেমোরিয়াল হসপিটালের ড. রাজেন্দ্র এ. বুড়বে বলেছেন এই সংবাদ যদি প্রতি দশজনকে পাঠানো হয় তবে একজনের নিশ্চয়ই কাজে লাগবে। আমি ছ'জনকে পাঠাতে পেরেছি, আপনিও পারবেন আপনার দায়িত্ব পালনের জন্য। নারকেলের গরম জল সারা জীবনের জন্য ক্যান্সার থেকে বাঁচাতে পারে ক্যান্সারের কোষ নষ্ট করে। এক কাপ গরম জলে দু/তিনটে পাতলা নারকেলের টুকরো ফেলে সেই জল ক্ষারক হয়ে যায় এবং রোজ খেলে খুব উপকার। এতে ক্যান্সারের কোষ নষ্ট হয়, অন্য কোষের ক্ষতি হয় না। এটা একটা নতুন আবিষ্কার ক্যান্সারের চিকিৎসায়। নারকেলের এই ক্ষারীয় রস আলসার এবং টিউমার নষ্ট করে তাছাড়া নারকেলের এ্যমিনো এসিডের পলিফেনল উচ্চ রক্তচাপ কমায়, রক্তে দানা বাঁধতে দেয় না এবং থ্রম্বসিস থেকে রক্ষা করে! এই চিকিৎসা পদ্ধতি সবার কাছে পৌঁছে দেওয়া দরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন–
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ডা. রাজেন্দ্র বাড়বে এই ধরণের কোনো পরামর্শ দেননি। এছাড়াও স্বাস্থ্যবার্তাটি সঠিক নয়, কারণ নারকেলের গরম জল ক্যান্সার নিরাময় করতে পারে এমন দাবির বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই।
বিষয়টি নিয়ে ইংরেজি ভাষায় কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম 'টাইমস অব ইন্ডিয়া'-এ ২০১৯ সালের ১৮ মে "Hot coconut water not cure for cancer: Hospital" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, সোশ্যাল মিডিয়াতে একটি ভুল স্বাস্থ্য বার্তা প্রচার করা হয়েছিল। বার্তায় পরামর্শ দেওয়া হয়, প্রতিদিন গরম নারকেল জল পান করলে ক্যান্সার প্রতিরোধী পদার্থ নির্গত হয়ে ক্যান্সার কোষগুলিকে ধ্বংস করবে। টাটা মেমোরিয়াল হাসপাতাল কর্তৃক প্রদত্ত বিবৃতিতে বলা হয়েছে যে; ডা. রাজেন্দ্র বাড়বে এই ধরণের কোনো পরামর্শ দেননি। এছাড়াও স্বাস্থ্য বার্তাটি সঠিক নয়, কারণ গরম নারকেলের জল ক্যান্সার নিরাময় করতে পারে এমন দাবির বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই (অনূদিত ও সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে টাটা মেমোরিয়ালের বিবৃতিটি খুঁজে পাওয়া যায়। ডা. রাজেন্দ্র বাড়বে'র স্বাক্ষরিত এই বিবৃতিতেও একই তথ্য দেখতে পাওয়া যায়। বিবৃতিটির ছবিটি দেখুন--
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় ফ্যাক্ট-চেক সংস্থা 'বুম লাইভ'-এ ২০১৯ সালের ২৮ আগস্ট "Does Drinking Hot Coconut Water Kill Cancer Cells?" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দাবিটি ভুয়া এবং ডা. রাজেন্দ্র বাড়বে এই পরামর্শটি দেননি (অনূদিত ও সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ টাটা মেমোরিয়াল হসপিটালের চিকিৎসক ডা. রাজেন্দ্র বাড়বে এই ধরণের কোনো পরামর্শ দেননি। এছাড়াও গরম নারকেলের জল ক্যান্সার নিরাময় করতে পারে এমন দাবির বৈজ্ঞানিক কোনো ভিত্তিও নেই।
সুতরাং সামাজিক মাধ্যম ফেসবুকে ডা. রাজেন্দ্র বাড়বে'র বরাতে ক্যান্সারের চিকিৎসায় ভুয়া স্বাস্থ্যবার্তা প্রচার করা হচ্ছে; যা অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিকর।