জাকির নায়েকের তাকরিমকে অভিনন্দন জানানোর দাবিটি সঠিক নয়
বুম বাংলাদেশ দেখেছে, জাকির নায়েকের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজে তাকরিমকে অভিনন্দন জানিয়ে কোনো পোস্ট করা হয়নি।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে পোস্ট করে বলা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় বাংলাদেশি হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে ফেসবুকে পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন, ভারতের আলোচিত ইসলামী বক্তা ডা. জাকির নায়েক। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৬ এপ্রিল 'Zahid Hassan Patwary' নামে একটি ফেসবুক আইডি থেকে Dr Zakir Naik নামের একটি পেজ থেকে সংগ্রহ করা একটি স্ক্রিনশট পোস্ট করে বলা হয়, "ডা.জাকির নায়েক আমাদের তাকরিম কে নিয়ে তার অফিসিয়াল পেইজে পোস্ট করে দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ডা. জাকির নায়েক তার একমাত্র ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে তাকরিমকে অভিনন্দন জানিয়ে কোনো পোস্ট করেননি। আর যে ফেসবুক পেজ থেকে আলোচ্য পোস্টটি করা হয়, সেটি জাকির নায়েকের একটি ফ্যান পেজ।
ভারতের আলোচিত ইসলামী বক্তা ডা. জাকির নায়েক আসলেই তাকরিমকে অভিনন্দন জানিয়েছেন কি না এব্যাপারে জানতে প্রথমে তাঁর ফেসবুক পেজে খোঁজ করা হয়। কোন ফেসবুক পেজটি জাকির নায়েকের নিজস্ব এবং ভেরিফায়েড তা জানতে কি-ওয়ার্ড সার্চ করে তার ওয়েবসাইট খুঁজে বের করা হয়। জাকির নায়েকের ওয়েবসাইটে সামাজিক মাধ্যমে তাঁর সব অরিজিনাল একাউন্টের লিংক যুক্ত করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
ওয়েবসাইটে যুক্ত ফেসবুক লিংকে ঢুকে দেখা যায়, ওই পেজের একাউন্টে উল্লেখ করা আছে, ওই ফেসবুক পেজটিই জাকির নায়েকের একমাত্র ভেরিফায়েড ফেসবুক পেজ। ওই পেজটিতে নামের সাথে থাকা ব্লু ব্যাজ টিক দেখে ওই পেজটির ভেরিফায়েড হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। তবে, ওই ফেসবুক পেজটিতে সার্চ করে হাফেজ সালেহ উদ্দিন তাকরিমকে অভিনন্দন জানিয়ে জাকির নায়েকের করা কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। জাকির নায়েকের ভেরিফায়েড ফেসবুক পেজের স্ক্রিনশট দেখুন--
আবার, আলোচ্য পোস্টে দেখানো স্ক্রিনশটের ফেসবুক পোস্টটি খুঁজে পাওয়া যায় Dr Zakir Naik নামেই আরেকটি ফেসবুক পেজে। ওই ফেসবুক পেজটিতে ঢুকে দেখা যায়, পেজটি ডা. জাকির নায়েকের পরিচালিত নয় বরং পেজটি জাকির নায়েকের অনুসারীদের মাধ্যমে পরিচালিত একটি ফ্যান পেজ। স্ক্রিনশট দেখুন--
এছাড়া ফেসবুক ছাড়া অন্য সামাজিক মাধ্যমেও জাকির নায়েককে হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে অভিনন্দন জানাতে দেখা যায়নি। গণমাধ্যমেও এ ধরণের কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং হাফেজ তাকরিম দুবাইয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হওয়ায়, ডা. জাকির নায়েকের নিজের ফেসবুক পেজে পোস্ট করে অভিনন্দন জানানোর দাবিটি সঠিক নয়।