সিরিয়ার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ভিডিওকে ইসরায়েলের বলে দাবি
সিরিয়ায় গতবছর বিদ্রোহীদের হামলায় ভূপাতিত হেলিকপ্টারকে হামাসের সাম্প্রতিক হামলায় ধ্বংস হওয়া ইসরায়েলের বিমান দাবি করে প্রচার করা হয়েছে ফেসবুকে।
সামাজিক মাধ্যম ফেসবুকে আগুনে বিধ্বস্ত হওয়া একটি পড়ন্ত হেলিকপ্টারের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি ইসরায়েলি বিমান এবং সেটি মুসলিম মুজাহিদরা ভূপাতিত করেছে। দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গতকাল(১৭ মে) 'Ashraf Mahdi Fan's' নামের পেইজ থেকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে " আলহামদুলিল্লাহ ইসরাইলের বিমান ধ্বংস করেছে। মুসলিম মুজাহিদ ভাইয়েরা।" দেখুন-
এছাড়া বিভিন্ন পেজ এবং আইডি থেকে উক্ত ভিডিওটি পোস্ট করে বলা হচ্ছে, দৃশ্যমান হেলিকপ্টারটি ফিলিস্তিনের হামাসের হামলায় ধ্বংস হওয়া একটি ইসরায়েলি বিমান। কেউ কেউ আবার একে মুসলিম মুজাহিদদের হামলায় ধ্বংসপ্রাপ্ত ইসরায়েলি বিমান বলেও দাবি করছেন।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে ধ্বংস হওয়া হেলিকপ্টারটি কোনো ইসরায়েলি বিমান নয়, বরং ২০২০ সালে বিদ্রোহীদের গুলিতে বিধ্বস্ত হও সিরিয়ার সামরিক হেলিকপ্টার।
রিভার্স ইমেজ পদ্ধতিতে সার্চ করে দেখা গেছে, ব্রিটিশ টেলিভিশন চ্যানেল Sky News এর অনলাইনে ২০২০ সালের ১১ ফেব্রুয়ারী এই ঘটনার একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়৷ উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি সিরিয়ার সামরিক বাহিনীর, যেটি সিরিয়ার শহর ইদলিবের কাছে বিদ্রোহীদের গুলিতে ভূপাতিত হয়।
ব্রিটেনের 'দ্য টেলিগ্রাফ' এর ইউটিউব চ্যানেলেও একইদিনে এই ভিডিওটির আরেকটি ভার্সন আপলোড করা হয়। ভিডিওটির ডেসক্রিপশনে বলা হয়, তুরস্কের সাহায্যকৃত অস্ত্রের মাধ্যমে ইদলিবে বিদ্রোহীরা সিরিয়ার এয়ার ফোর্সের একটি বিমান ভূপাতিত করেছে। দেখুন ভিডিওটি-
এই সংক্রান্ত আরো কিছু খবর দেখুন এখানে এবং এখানে।
প্রসঙ্গত, সিরিয়ায় বাসার আল আসাদ সরকার এবং বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে৷