রেলস্টেশনে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধারের ছবিটি গত বছরের
একাধিক সংবাদমাধ্যম এবং ফেইসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, ছবিটি ২০২০ সালের মে মাসের।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একজন বৃদ্ধের রাস্তার পাশের গ্রিলে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকার একটি ছবি দেখা গেছে। দেখুন এমন কিছু পোস্টের লিংক এখানে, এখানে এবং এখানে।
গত ১১ মে 'শ্রমিক অধিকার পরিষদ' নামক আইডি থেকে একটি ছবি পোস্ট করা হয় যার ক্যাপশনে বলা হয়, পেটের দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ। দেখুন স্ক্রিনশট-
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি পুরোনো। গত বছরের একাধিক উৎসে ছবিটি পাওয়া গেছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত এক খবরে ছবিটির ব্যাপারে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গত বছরের ২ মে প্রকাশিত সেই খবরটির শিরোনাম ছিল, "ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বৃদ্ধের ঝুলন্ত লাশ!"
এছাড়া একইদিনে দৈনিক যুগান্তরেও এই খবরটি প্রকাশিত হয়। যুগান্তরের খবরটির শিরোনাম ছিল, "ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্মে বৃদ্ধের ঝুলন্ত লাশ"
এছাড়া ২০২০ সালের ২ মে'তে করা ফেইসবুকের একাধিক পোস্টেও সেই লাশ উদ্ধারের ছবিসহ খবর পাওয়া গেছে। এরকম একটি পোস্ট দেখুন--
তবে এ সংক্রান্ত প্রতিবেদনগুলোতে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ রেলস্টেশনে বৃদ্ধের লাশ উদ্ধারের ছবিটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২০ সালের।