নারীর ইমামতিতে নামাজ পড়ার ঘটনাটি বাংলাদেশের নয়
বুম বাংলাদেশ দেখেছে, নারীর ইমামতিতে নারী-পুরুষের একসাথে নামাজের উক্ত ভিডিওর ঘটনাটি সাত বছর আগের ভারতের কেরালার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, নারীর ইমামতিতে নামাজ পড়ছেন কয়েকজন পুরুষ। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৯ মার্চ ‘বিজয় ৭১’ নামক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “মহিলা ইমামতি করে, পুরুষেরা পিছে নামাজ পড়ে!! আমরা কোন বাংলাদেশে আছি বর্তমানে।” পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। নারীর ইমামতিতে নারী-পুরুষের সাথে নামাজের ভিডিওটি সাত বছর আগের ভারতের কেরালার একটি ঘটনার, বাংলাদেশের কোনো ঘটনার নয়। কেরালার কুরআন সুন্নাহ সোসাইটির রাজ্য সাধারণ সম্পাদক জামিদা বিবি ২০১৮ সালের ২৬ জানুয়ারি জুমার (শুক্রবারের সম্মিলিত নামাজ) ইমামতি করে ইতিহাস সৃষ্টি করেন। রাজ্যে সোসাইটির প্রধান কার্যালয়ে এই নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৮০ জন পুরুষ ও নারী অংশ নিয়েছিলেন।
ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে ছবিগুলো রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ভারতীয় গণমাধ্যম ‘দৈনিক সাভেরা’-এর ইউটিউব চ্যানেলে ৭ বছর আগে (২০১৮ সালের ২৯ জানুয়ারি) “In a first, Kerala women leads friday prayers” শিরোনামে প্রকাশিত আলোচ্য ভিডিওটি সহ একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ভিডিওর বিস্তারিত অংশে উল্লেখ করা হয়-- কেরালায় প্রথমবারের মতো, একজন নারী ইমাম শুক্রবারের নামাজ পরিচালনা করলেন (অনূদিত)। ভিডিও প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
ভিডিওটির প্রিভিউ দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে ভারতীয় গণমাধ্যম 'টাইমস অব ইন্ডিয়া'-তে ২০১৮ সালের ২৮ জানুয়ারি "Friday first: Woman who led prayer in Kerala faces backlash" শিরোনামে প্রকাশিত আলোচ্য ঘটনা সম্বলিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এতে উল্লেখ করা হয়, কেরালার কুরআন সুন্নাহ সোসাইটির রাজ্য সাধারণ সম্পাদক জামিদা বিবি ২০১৮ সালের ২৬ জানুয়ারি কেরালায় এবং সম্ভবত ভারতে প্রথমবারের মতো জুমার (শুক্রবারের সম্মিলিত নামাজ) ইমামতি করে ইতিহাস সৃষ্টি করেন। মালাপ্পুরামে সোসাইটির প্রধান কার্যালয়ে এই নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৮০ জন পুরুষ ও মহিলা অংশ নেন।
আরো উল্লেখ করা হয়, তার এই সিদ্ধান্ত প্রচলিত পুরুষ-নিয়ন্ত্রিত ধর্মীয় প্রথার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। তিনি যুক্তি দেন যে ইসলাম মহিলাদের নামাজের ইমামতি নিষিদ্ধ করেনি। তবে, তার এই পদক্ষেপ রক্ষণশীল মুসলিম গোষ্ঠীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অনেক সমালোচক দাবি করেন, নারীরা শুধু নারীদের নামাজের ইমামতি করতে পারেন, কিন্তু পুরুষ-মহিলা মিশ্রিত জামাতে এটি অনুচিত। (অনূদিত ও সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ একজন নারীর ইমামতিতে পুরুষ-নারীদের নামাজের ভিডিওটি সাত বছর আগের ভারতের কেরালার ঘটনার, বাংলাদেশের কোনো ঘটনার নয়।
সুতরাং সামাজিক মাধ্যমে সাত বছর আগের ভারতের একটি ঘটনার ভিডিও বাংলাদেশের বলে সাম্প্রতিক সময়ে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।