বিরাট কোহলির এই ছবিটি এডিটেড
বুম বাংলাদেশ দেখেছে, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির একটি ছবিকে এডিটের মাধ্যমে বিকৃত করে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ছবি পোস্ট করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির হাতে চা কিংবা কফির কাপ রয়েছে এবং তার পিছনে কম্পিউটারের মনিটর অথবা টেলিভিশনের পর্দায় নায়ক-নায়িকার একটি অন্তরঙ্গ মুহুর্তের দৃশ্য। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১২ জুন 'Noya Jamai' নামে একটি ফেসবুক পেজে বিরাট কোহলির একটি ছবি পোস্ট করে বলা হয়, "বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা🙈 আহ কি ফিলিংস🥴"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
উক্ত পোস্টটি দেখেই বোঝা যাচ্ছে, এটি ইঙ্গিতপূর্ণ। ছবিতে মগ হাতে বিরাট কোহলি দাঁড়িয়ে আছেন এবং কোহলির পিছনেই কম্পিউটারের মনিটর বা টেলিভিশনের পর্দায় থাকা নায়কের সাথে অন্তরঙ্গ মুহুর্তে থাকা অভিনেত্রীকে ধারণা করা হচ্ছে, তিনি কোহলির স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মা। পোস্টের কমেন্ট সেকশনে ফেসবুক ব্যবহারকারীদের মন্তব্য দেখেও বোঝা যাচ্ছে, তারা আনুশকা ভেবেই মন্তব্য করেছেন। দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি এডিট করা। ক্রিকেটার বিরাট কোহলির টুইটার একাউন্টে ২০১৯ সালে পোস্ট করা একটি ছবিকে এডিটের মাধ্যমে বিকৃত করে আলোচ্য ছবিটি বানানো হয়েছে। এছাড়া, কম্পিউটারের মনিটর বা টেলিভিশনের পর্দায় দৃশ্যমান খেলার ছবিতে এডিটের মাধ্যমে যুক্ত করা ছবিটি 'ব্যান্ড বাজা বারাত' সিনেমায় রণবীর সিং ও আনুশকা শর্মার মধ্যে একটি অন্তরঙ্গ মুহুর্ত থেকে নেয়া।
আলোচ্য ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে বিরাট কোহলির টুইটার একাউন্ট থেকে করা একটি টুইটে প্রকৃত ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই টুইটে বলা হয়, "Enjoying early morning #NZvENG on #mitv5 having #TataSky HD while sipping some #Nescafe in #Cera cup made by wifey through #Philips coffee maker in our #Godrej personalized kitchen. The picture looks so clear, dnt know whether it's coz of HDtv, HD connection or my #Crizal lenses." অর্থ্যাৎ, ২০১৯ সালের ১৯ নভেম্বর চলমান নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট ম্যাচ দেখতে দেখতে ছবিটি তুলে পোস্ট করেন বিরাট। উক্ত ছবিতে দেখা যায় কম্পিউটারের মনিটর বা টেলিভিশন স্ক্রিনে কোনো নায়ক-নায়িকার অন্তরঙ্গ মুহুর্তের দৃশ্য নয় বরং ক্রিকেট খেলার দৃশ্য বিদ্যমান। টুইটার পোস্টটি দেখুন--
এবারে বিরাট কোহলির টুইটার পোস্টের ছবি (বামে) এবং আলোচ্য ছবির (ডানে) মধ্যে তুলনা দেখুন--
উপরের ছবি দুটির তুলনা দেখে বিষয়টি স্পষ্ট যে, টুইটার পোস্টের ছবিতে কম্পিউটারের মনিটর বা টিভি স্ক্রিনের মধ্যে ক্রিকেট খেলার দৃশ্যকে এডিট করে নায়ক-নায়িকার অন্তরঙ্গ ছবি জুড়ে দেয়া হয়েছে অর্থাৎ দ্বিতীয় ছবিটি তৈরি করা হয়েছে।
এদিকে কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম দি এশিয়ান এজের ওয়েবসাইটে ২০১৯ সালের ২১ নভেম্বর "Waking up to see Test cricket takes you back to childhood: Virat Kohli" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, বিরাট কোহলি নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের ম্যাচটি দেখার জন্য ভোরবেলায় ঘুম থেকে ওঠেন। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, রিপাবলিক ওয়ার্ল্ড এবং স্পোর্টস বিজনেসের ওয়েবসাইটেও একই দাবিতে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এদিকে, কম্পিউটারের মনিটর কিংবা টেলিভিশনের পর্দায় খেলার দৃশ্যকে এডিট করে বসানো ছবিটি বিরাট কোহলির স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মা ও অভিনেতা রণবীর সিংয়ের বলে নিশ্চিত হওয়া গেছে। আলোচ্য ছবিটি থেকে স্ক্রিনের ছবিটি কেটে নিয়ে আলাদাভাবে রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, আনুশকা শর্মা ও রণবীর সিং অভিনীত 'ব্যান্ড বাজা বারাত' সিনেমার একটি দৃশ্য থেকে ছবিটি নেয়া হয়েছে। উক্ত সিনেমার আনুশকা ও রণবীরের অন্তরঙ্গ মুহুর্তের ছোট একটি ভিডিও ক্লিপ দেখুন ইউটিউবে, যে ভিডিওটির ২ মিনিট ৫৮ সেকেন্ড থেকে একটি স্থিরচিত্র নিয়ে আলোচ্য ছবিতে বসানো হয়েছে।
অর্থ্যাৎ ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির একটি ছবিতে কম্পিউটারের মনিটর বা টেলিভিশন স্ক্রিনে ক্রিকেট খেলার দৃশ্যে এডিটের মাধ্যমে আনুশকা শর্মা ও রণবীর সিংয়ের একটি অন্তরঙ্গ মুহুর্তের ছবি বা দৃশ্য জুড়ে দেয়া হয়েছে।
সুতরাং বিরাট কোহলির একটি ছবিকে এডিটের মাধ্যমে বিকৃত করে ইঙ্গিতপূর্ণ দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।