পাকিস্তান দলের জন্য নিজ বাড়িতে পার্টি আয়োজনের ঘোষণা দেননি বিরাট কোহলি
বুম বাংলাদেশ দেখেছে, বিরাট কোহলির নামে খোলা একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত পোস্টটি করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে একটি খবরের লিংক পোস্ট করে বলা হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি পাকিস্তান ক্রিকেট দলের জন্য তাঁর বাড়িতে পার্টি দিবেন। পোস্টটি দেখুন এখানে।
গত ২৮ সেপ্টেম্বর 'Sportsmail24.com' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি খবরের লিংক পোস্ট করা হয় যার শিরোনাম "পাকিস্তান দল নিয়ে বাড়িতে পার্টি দিবেন ভিরাট কোহলি"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফেসবুকে দেওয়া লিংকে ক্লিক করে বিস্তারিত খবরে দেখা যায়, পাকিস্তান ক্রিকেটে দলের ভারতে প্রবেশের একটি ভিডিওসহ টুইটারে বিরাট কোহলি লেখেন, "দীর্ঘ ৭ বছর পর পাকিস্তান ক্রিকেট দলকে আমার দেশে (ভারত) আগমনে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি আমার বন্ধুদের জন্য বিশেষ করে শাদাবের জন্য আমার বাড়িতে একটি পার্টির আয়োজন করবো। আপনাদের সবাইকে ভালোবাসি, সর্বদা ভালোবাসা এবং আনন্দ ছড়িয়ে দিন।"। খবরের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির নামে খোলা একটি ভুয়া এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে পাকিস্তান ক্রিকেট দলকে দাওয়াত দেওয়ার এই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
আলোচিত সংবাদে বর্ণিত সূত্র এক্স (টুইটার পোস্টের প্রিভিউ) ক্লিক করে অ্যাকাউন্টিতে প্রবেশ করলে দেখা যায় প্রোফাইলটির ডেসক্রিপশন তথা বায়োতে লেখা রয়েছে যে এটি একটি প্যারোডি অ্যাকাউন্ট বা বিরাট কোহলিকে অনুকরণ করে খোলা এক্স (টুইটার) অ্যাকাউন্ট। অর্থাৎ অ্যাকাউন্টটি বিরাট কোহলির নিজের নয়। দেখুন--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে ভিরাট কোহলির অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে এজাতীয় কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি বিরাট কোহলির অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যেমেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। বিরাট কোহলির নামে খোলা প্যারোডি অ্যাকাউন্ট (বামে) ও তার অফিশিয়াল অ্যাকাউন্ট (ডানে) দুটির মধ্যকার পার্থক্য দেখুন--
অর্থাৎ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি পাকিস্তান ক্রিকেট দলের জন্য তার বাড়িতে পার্টি আয়োজনের কথা বলেননি।
সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'পাকিস্তান দল নিয়ে বাড়িতে পার্টি দিবেন বিরাট কোহলি' এমন দাবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।