চীনে আপেল আকৃতির চকলেট তৈরির ভিডিও ভুয়া দাবিতে ভাইরাল
বুম বাংলাদেশ দেখেছে, কৃত্রিম আপেল তৈরি নয় বরং এক ধরণের আপেল আকৃতির চকলেট তৈরির ভিডিও এটি।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, চীনে আপেলের গায়ে লাল রং লাগিয়ে কৃত্রিম আপেল বিক্রি করা হচ্ছে। ভাইরাল এই ভিডিওতে দেখা যায়, হলুদ আপেলের গায়ে লাল রং করা হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৯ জানুয়ারি 'عزيزالا سلام' নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে বলা হয়- " আপেল খাবেন খান! চায়না কিভাবে ডুব্লিকেট আপেল তৈরি করতেছে।" স্ক্রিনশটে দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের বর্ণনায় করা দাবিটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, এক ধরণের আপেল আকৃতির চকলেট তৈরির ভিডিওকে বিভ্রান্তিকরভাবে কৃত্রিম আপেল তৈরির ভিডিও দাবি করে প্রচার করা হচ্ছে।
ভিডিওটি থেকে কি ফ্রেম কেটে রিভার্স ইমেজ সার্চ করার পর, জনপ্রিয় ক্ষুদে ভিডিও শেয়ারিং সাইট টিকটকে প্রকাশিত ভিডিওটির মূল ভার্সন খুঁজে পাওয়া যায়, যা ২০২১ সালের ৩ ডিসেম্বর আপলোড করা হয়েছে। আপলোড করা ভিডিওটির শেষ অংশে একটি গিফট মোড়কে 'ম্যারি ক্রিসমাস' লেখা সম্বলিত আপেলের ছবি দেখতে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
পুনরায় সার্চের পর, চীনের জনপ্রিয় ই কমার্স ওয়েবসাইট থাওবাও (taobao) তে একই ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটি টিকটক ভিডিওর শেষে দেখা আপেলাকৃতির সাথে সাদৃশ্যপূর্ন। পণ্যের বিবরণে লেখা হয়েছে, "ক্রিসমাস ফিংকুও নেট রেড চকলেট এ্যাপল (Christmas Pingguo Net Red Chocolate Apple"
অর্থাৎ এটি আপেলাকৃতি চকোলেট, কোন সত্যিকারের আপেল নয়।
সুতরাং আপেলাকৃতি চকোলেট তৈরির ভিডিওকে সত্যিকারের কৃত্রিম আপেলের ভিডিওর দাবি করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।