ফেক নিউজ
বিনোদনের উদ্দেশ্যে তৈরি ভিডিওকে 'সত্যিকারের জ্বিনের ভিডিও' বলে প্রচার
জ্বীনের বাস্তব দৃশ্য বলে ছড়ানো ভিডিওটি মূলত পাকিস্তানি একটি ইউটিউব চ্যানেলে বিনোদনের উদ্দেশ্যে তৈরী একটি ভিডিও।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে যেখানে অন্ধকারাচ্ছন্ন একটি স্থানে দুই পুরুষ ও এক নারীকে অলৌকিক অবয়বের একজনের সাথে হিন্দি/উর্দুতে কথা বলতে শোনা যায়। ভিডিও ক্লিপটি পোস্ট করে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হচ্ছে এটি পাকিস্তানে জ্বীনের একটি বাস্তব দৃশ্য।
আরো একটি পোস্টের স্ক্রীনশট দেখুন।
ফ্যাক্ট চেক:
ভিডিও ক্লিপটির কী ফ্রেম সার্চ দিয়ে দেখা যায় মূলত ভিডিওটি পাকিস্তানি একটি ইউটিউব চ্যানেল থেকে নেয়া। Mux9 Tv নামক চ্যানেলটিতে Raaz Ki Bat শিরোনামে বিনোদনের উদ্দেশ্যে ভৌতিক বিষয়বস্তু নিয়ে ভিডিও তৈরী করে আপলেড করা হয়। ফেসবুকে ছড়ানো এই ভিডিওটিও একই শিরোনামের ৩৬ তম পর্ব হিসেবে ২০২০ সালের ১৩ জুন আপলোড করা হয়।
এখানে উল্লেখ্য, Mux9 Tv এর ইউটিউবে আপলোডকৃত ভিডিওটির প্রথম মিনিটের ১৮ সেকেন্ডে ডিসক্লেইমার দিয়ে বলা আছে যে এটি নিছক বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে।
সুতরাং বিনোদনের উদ্দেশ্যে সাজানো একটি ভিডিওকে বাস্তবে জ্বীনের ভিডিও বলে প্রচার করা বিভ্রান্তিকর।
Claim : সরাসরি জিনের সাথে দেখা । বাস্তব কাহিনী পাকিস্তানে।
Claimed By : Facebook posts
Fact Check : False
Next Story