ভাইরাল হওয়া ছবিটি ছারপোকার মাইক্রোস্কোপ ভিউ নয়
বুম বাংলাদেশ দেখেছে, ভাইরাল হওয়া ছবিটি ভিমরুলের মাইক্রোস্কোপ ভিউ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, গ্রুপ ও পেজ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিটি ছারপোকার মাইক্রোস্কোপ ভিউ। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৩ আগস্ট ‘মহাকাশ, বিজ্ঞান ও প্রযুক্তি’ নামের একটি গ্রুপ থেকে 'Md Mahfuz Ahmed' নামের একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "এটি একটি ছারপোকার মাইক্রোস্কোপ ছবি।" নিচে পোস্টটির স্ক্রিনশর্ট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। এটি ছারপোকার মাইক্রোস্কোপ ভিউ নয় বরং এটি ভিমরুলের মাইক্রোস্কোপ ভিউ।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ফুড, পপ কালচার, খবর ও বানিজ্য বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট buzzfeed-এ হুবহু ছবিটি পাওয়া যায়। 26 Things You Never Want To See Under A Microscope শিরোনামে ২৬টি বিষয়ের মধ্যে ৮ নম্বরে A wasp's head (ভিমরুলের মাথা) টাইটেলে আলোচ্য ছবিটি পাওয়া যায়। ছবিটির স্ক্রিনশর্ট দেখুন--
একইভাবে সার্চ করে ba-bamail নামের একটি ওয়েবসাইটে Micro-Monsters: 16 Pics of Insect Faces from Up-Close শিরোনামে ছবিটি পাওয়া যায়। এখানেও ছবিটি ভিমরুলের মাইক্রোস্কোপ ভিউ বলে উল্লেখ করা হয়। নিচে স্ক্রিনশর্ট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি ভিমরুলের মাইক্রোস্কোপ ভিউ, আলোচ্য দাবি অনুযায়ী এটি ছারপোকার মাইক্রোস্কোপ ভিউ নয়।
সুতরাং ভিমরুলের মাইক্রোস্কোপ ভিউকে ছারপোকার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।