ধর্মীয় আচার পালনের ভিডিওকে বিভ্রান্তিকর দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভারতে সনাতন ধর্মের অনেক নারী ধর্মীয় আচার পালনে মাথা ন্যাড়া করে থাকেন, ভিডিওটিও সেরকম একটি ঘটনার।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি পরকিয়ার অভিযোগে আটক এক নারীকে মাথার চুল কেটে শাস্তি দেয়ার ভিডিও। ভিডিওটিতে এক নারীকে মাথার চুল ফেলে দিতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৩ জানুয়ারি 'Chandni' নামের ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়, "পরকিয়ায় আটক সুন্দরী নারীর ভয়ংকর শাস্তি!!মাথার চুলকেটে ন্যাড়া করে লাগিয়ে দেওয়া হল চুন সহ কালো কালি।"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি শাস্তিদানের নয় বরং সনাতন ধর্মাবলম্বীদের এক ধরণের ধর্মীয় আচার পালনের।
ভিডিওটি থেকে কী-ফ্রেম নিয়ে রিভার্স সার্চ করার পর, 'hs video's' নামের একটি ইউটিউব চ্যানেলে মূল ভিডিওটিই খুঁজে পাওয়া যায়, যা ২০২২ সালের ২৭ নভেম্বর আপলোড করা হয়েছে। ভিডিওটিতে নারীকে খুব স্বাভাবিকভাবেই মাথার চুল ফেলে দিতে দেখা যায় এবং মাথার চুল ফেলে দেয়া আরও নারীকে দেখা যায়। ইউটিউবে প্রকাশিত ভিডিওটির কমেন্টবক্সে মাথার চুল ফেলে দেয়ার জন্য ব্যবহারকারীদের নারীকে প্রশংসা করতেও দেখা যায়। যা থেকে ধারণা পাওয়া যায় যে, ভিডিওটি কোনো শাস্তিদানের নয়।
'hs video's' নামের ইউটিউব চ্যানেলটি মূলত নিয়মিত নারী ভক্তদের মাথার চুল কেটে ফেলার ভিডিও আপলোড করে থাকে। এসব ভিডিওর নিচে ব্যবহারকারীদের নারীদের প্রশংসা ও বিভিন্ন মন্দিরে তথ্য শেয়ার করতে দেখা যায়। দেখুন--
এই সূত্র ধরে সার্চ করার পর, বিবিসিতে 'How Indians shave their head and hope for luck' শিরোনামে ২০১৬ সালে ১৩ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণ ভারতের একাধিক মন্দিরে তীর্থযাত্রী নারীরা তাদের চুল উৎসর্গ করে থাকেন। এটা একটি ধর্মীয় রীতি। প্রতি বছর লক্ষাধিক নারীরা এসব মন্দিরে ভ্রমণ করেন।
চুল উৎসর্গের এই রেওয়াজ নিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে'র বাংলা সংস্করণে একটি বিস্তারিত প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে মাথা ন্যাড়া করা আরও নারীর ছবিও যুক্ত করা হয়েছে। অর্থাৎ এটি সনাতন ধর্মাবলম্বীদের স্বাভাবিক ধর্মীয় আচার।
সুতরাং ধর্মীয় আচার পালনের ভিডিওকে পরকীয়ার শাস্তি দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।