মমতাজের এই বক্তব্যের ভিডিওটি বিএনপি আমলের নয়
বুম বাংলাদেশ দেখেছে, বিএনপির আমলে নয় বরং ২০১৯ সালে আওয়ামী লীগের আমলেই মানিকগঞ্জে এক জনসভায় মমতাজ এই বক্তব্য দেন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজের একটি বক্তব্যের ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, ২০০১-২০০৬ সালে মমতাজ যখন বিএনপি করতেন ভিডিওটি তখন দেয়া এক বক্তব্যের এবং বর্তমানে তিনি আওয়ামীলীগের সংসদ সদস্য। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১১ জুলাই '𝐅𝐚𝐤𝐞 𝐋𝐨𝐕𝐞 ツ' নামে একটি পেজে একটি ভিডিও শেয়ার করে লেখা হয়, 'মমতাজ যখন বিএনপি করতো'। ফেসবুক পোস্টটি দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ভিডিওটি ২০০১-২০০৬ সালে কণ্ঠশিল্পী মমতাজের দেয়া বক্তব্যের বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, আওয়ামী লীগের দলীয় মনোনয়নে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০১৯ সালে মানিকগঞ্জে এক জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেয়া বক্তব্যের ভিডিওটি এটি।
কীওয়ার্ড সার্চ করে, ২০১৯ সালের ১২ জুলাই 'Raj Bangla Media' নামের একটি ইউটিউব চ্যানেলে 'মমতাজের জ্বালাময়ী ভাষণ?ভাওয়াইয়া আওয়ামী লীগের দরকার নাই।Momtaz Speech,Hot News' শিরোনামে প্রকাশিত ভাইরাল ভিডিওটির একটি দীর্ঘ ভার্সন খুঁজে পাওয়া যায়। ভিডিওটি থেকে দেখা যায়, ১০ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওটি থেকে ২০ সেকেন্ডের একটি ক্লিপ কেটে নিয়ে বিভ্রান্তিকর ক্যাপশন দিয়ে প্রচার করা হচ্ছে। ইউটিউব ভিডিওটি দেখুন এখানে।
ইউটিউবে পাওয়া পূর্ণাঙ্গ ভিডিওটির ব্যবচ্ছেদ করতে গিয়ে দেখা যায়, ওই ভাষণে মমতাজ বেগম আওয়ামী লীগের বিরোধিতা করে কোনো বক্তব্য দেননি বরং আওয়ামী লীগের রাজনীতি করা ব্যক্তিদেরকে দলটির জন্য সঠিকভাবে রাজনীতি করার ব্যাপারেই নির্দেশনা দিয়েছেন। ভিডিওটির শুরুতেই তাকে বলতে দেখা যায়, "এই যে রাস্তাটা, আড়াইশো কোটি টাকা খরচ করে জননেত্রী শেখ হাসিনা আমাদের দাবির মুখে এই রাস্তাটি করে দিয়েছেন।" অর্থ্যাৎ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারপ্রধান থাকাকালেই মমতাজ ওই ভাষণ দেন।
আবার, ভিডিওটির ১ মিনিট ১২ সেকেন্ডে তাকে বলতে শোনা যায়, "আমি ওবায়দুল কাদের সাহেবকে এর আগেও এনেছিলাম, একটা দাবিই। তখন আসলে আমাদের অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মুহিত।" অনুসন্ধানে জানা যায়, ২০০৯ সাল থেকে টানা প্রায় ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন আবুল মাল আব্দুল মুহিত। এরপরে, ২০১৯ সালের জানুয়ারিতে অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন আ হ ম মুস্তফা কামাল এবং এখনো তিনি সেই দায়িত্ব পালন করছেন। অর্থ্যাৎ ভিডিওটি ২০১৮ সালের ডিসেম্বরে নির্বাচনের পরে ধারণ করা হয়েছে।
আবার, ভিডিওটির ৭ মিনিট ৫০ সেকেন্ডে সংসদ সদস্য মমতাজ বেগমকে বলতে শোনা যায়, "বঙ্গবন্ধু... মার্কাটা কী বলেন তো? শেখ হাসিনার মার্কা কী? আমাদের মার্কা কী? জাহিদ মালেক স্বপনের মার্কা কী?'' উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসন থেকে জয়ী হয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান মাননীয় মন্ত্রী জাহিদ মালেক স্বপন। ওই অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী জাহিদ মালেক স্বপনও উপস্থিত ছিলেন বিষয়টি অনুমেয়।
এরপরেই তিনি ভাইরাল ভিডিওটির অংশটুকু তার বক্তব্যে বলেন, ''ওই বাওয়া আওয়ামী লীগ। বাওয়া আওয়ামী লীগ বাদ দেন। যতদিন এমন করবেন, ততদিন আওয়ামী লীগের ধ্বংস টাইনা আনবেন আপনারা। আমি বলতে চাই, বহুত ভালো মানুষ আছে, ভালো মানুষ দিয়ে রাজনীতি করান। ... শেখ হাসিনা থাকবেন না কিন্তু একটা ভালো আওয়ামী লীগ বানায়ে রাইখা যেতে চাচ্ছেন। ... মমতাজ লীগ বানাইয়েন না। কোনো ভাইয়ের লীগ বানাইয়েন না।" অর্থ্যাৎ, সংসদ সদস্য মমতাজ বেগম তার ওই ভাষণে আওয়ামী লীগের বিরোধিতা করে বক্তব্য দেননি বরং আওয়ামী লীগের রাজনীতি করা ব্যক্তিদেরকে দলটির জন্য সঠিকভাবে রাজনীতি করার ব্যাপারেই নির্দেশনা দিয়েছেন।
এছাড়া, ওই ভিডিওতে মমতাজ বেগমকে সাদা শাড়ি, তারকা আকৃতির সাদা কানের দুল পরে বক্তব্য দিতে দেখা যায়। ওই ভাষণের শেষপর্যায়ে ইউটিউব ভিডিওর ৯ মিনিট ৪০ সেকেন্ডে তিনি গায়ক রবি চৌধুরীর নাম উল্লেখ করে বলেন কিছুক্ষণ পরেই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এর সূত্র ধরে কী ওয়ার্ড সার্চ করে 'Hosaini Tv' নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৪ জুন 'মমতাজ ও রবি চৌধুরীর দুয়েট গান ।কইলজার ভিতর গাথি রাখুম তোয়ারে । momtaz & robi chowdhury live consart' শিরোনামে প্রকাশিত একটি গানের ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওতে গান পরিবেশক হিসেবে রবি চৌধুরীর সাথে সাদা শাড়ি ও তারকা আকৃতির সাদা কানের দুলে সংসদ সদস্য মমতাজ বেগমকেও দেখা যায়। ভিডিওটি থেকে স্ক্রিনশট দেখুন---
এবারে, ভাইরাল ভিডিও অর্থাৎ ইউটিউব ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট এবং কনসার্টের ভিডিওটি থেকে নেয়া স্ক্রিনশটের তুলনা দেখুন--
ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায় ওই ভিডিওর পিছনের ব্যানারে লেখা ছিলো, "২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা' ১৯"। এছাড়া, শিল্পীদের পিছনের ওই ব্যানারে প্রধান অতিথির স্থানে আলহাজ্ব জাহিদ মালেক স্বপনের নাম লেখা থাকতে দেখা যায়। ফলে এটা প্রতীয়মান যে, ভাইরাল ভিডিওটি ২০১৯ সালে ধারণ করা একই অনুষ্ঠানের। ভিডিওটি দেখুন--
অর্থ্যাৎ ভাইরাল ভিডিওটি ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যবর্তী বিএনপি শাসনামলের নয় বরং ২০১৯ সালে ধারণকৃত এবং ওই ভিডিওতে তিনি আওয়ামী বিরোধী কোনো বক্তব্যও দেননি।
সুতরাং ২০১৯ সালের আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজ বেগমের দেয়া বক্তব্যের ভিডিওকে বিএনপির শাসনামলে তাঁর দেয়া আওয়ামী বিরোধী বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।