সংখ্যালঘুদের মিছিলের ভিডিও এডিট করে আওয়ামী লীগের মিছিল বলে প্রচার
২০২৪ সালের ২০ সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিলের একটি ভিডিও এডিট করে ভিন্ন অডিও যুক্ত করে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, হরতালের সমর্থনে ঢাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিল। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৮ ফেব্রুয়ারি 'বিজয় আসবেই' নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ্য করা হয়, "হরতালের সমর্থনে ঢাকার রাজপথে মশাল মিছিল! জয় বাংলা জয় বঙ্গবন্ধু।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর ৮ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিলের ভিডিও এডিট করে ভিন্ন অডিও জুড়ে দেওয়া হয়েছে।
ভাইরাল ভিডিওটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ক্যাম্পাস ভিত্তিক অনলাইন পোর্টাল ‘দ্য ডেইলি ক্যাম্পাসে’র ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর প্রকাশিত ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। যেখানে উল্লেখ্য করা হয়, “ঢাবিতে সংখ্যালঘু অধিকার আন্দোলনে মশাল মিছিল। #ঢাবি #সংখ্যালঘু #অধিকার #আন্দোলন #মশাল #মিছিল।” ভিডিওটি দেখুন--
নিচে ফেসবুকে প্রচারিত দাবিতে ভাইরাল ভিডিওর স্ক্রিনশট (বামে) ও ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওর স্ক্রিনশট (ডানে) দুটির মধ্যে সাদৃশ্য দেখুন পাশাপাশি--
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ করে “৮ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল” শিরোনামে ‘বাংলা ট্রিবিউনে’র ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০ সেপ্টেম্বর ২০২৪ সালে প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সঙ্গে ফেসবুকে প্রচারিত ভাইরাল ভিডিওর কি-ফ্রেমের সাদৃশ্য পাওয়া যায়। যেই প্রতিবেদনে বলা হয়, দুর্গাপূজার ছুটি বৃদ্ধি ও সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিচারসহ ৮ দফা দাবিতে মশাল মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য-টিএসসির মেট্রোরেল স্টেশন হয়ে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রমনা কালী মন্দিরে গিয়ে মশাল মিছিলটি শেষ হয়। স্ক্রিনশট দেখুন--
এদিকে কি-ওয়ার্ড সার্চ করে হরতালের সমর্থনে সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিলের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিলের ভিডিও এডিট করে ভিন্ন অডিও যুক্ত করে প্রচার করা হচ্ছে। ভিডিওটি হরতালের সমর্থনে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিলের নয়।
সুতরাং সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিলের ভিডিও আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিলের বলে পোস্ট করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।