ভারতের ডাকাতির ঘটনার ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাতারায় ২০২৪ সালের ২৮ জুলাই একটি জুয়েলারি কারখানায় ডাকাতির ঘটনার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক গ্রুপ, আইডি ও পেজে একটি ডাকাতির ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের রাজধানী ঢাকার নবাবপুরে সম্প্রতি স্বর্ণের অলংকার তৈরির দোকানে ডাকাতির ঘটনার ভিডিও এটি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৫ ফেব্রুয়ারি 'প্রিয় বাংলাদেশ / Priyo Bangladesh' নামের একটি গ্রুপে ‘Humaira Ahmed’ আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ্য করা হয়, "কোন দেশে আছি আমরা..!!🥲🥹 আজ দেশের কোথায়ও নিরা/*পত্তা নাই।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি বাংলাদেশের রাজধানী ঢাকার নবাবপুরের নয়; বরং ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাতারায় ২০২৪ সালের ২৮ জুলাই একটি জুয়েলারি কারখানায় ডাকাতির ঘটনার।
ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘Vivek Gupta’ নামের একটি এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ২০২৪ সালের ২৪ জুলাই পোস্ট করা ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে উল্লেখ্য করা হয়, ভারতের মহারাষ্ট্রের সাতারায় ছুরি ও আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ২৬ লাখ মূল্যের জুয়েলারি লুট করেছে ডাকাতেরা। ভিডিওটি দেখুন--
পোস্টটির তথ্যসূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে “Maharashtra Robbery: Thieves Loot Jewellery Worth Over Rs 25 Lakh at Gunpoint in Satara; CCTV Video Emerges” শিরোনামে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ইংরেজি ভাষার স্থানীয় সংবাদমাধ্যম ‘লোকমাত টাইমসের’ একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৪ সালের ৩০ জুলাই প্রকাশিত প্রতিবেদনে ছড়িয়ে পড়া ভিডিওর একটি দৃশ্যও পাওয়া যায়। যেখানে বলা হয়, ভারতের মহারাষ্ট্রের সাতারায় ২০২৪ সালের ২৮ জুলাই শ্রমিকদের আগ্নেয়াস্ত্র ও রামদা ঠেকিয়ে ডাকাতরা একটি জুয়েলারি কারখানা লুট করে। স্ক্রিনশট দেখুন--
নিচে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভাইরাল ভিডিওর স্ক্রিনশট (বামে) ও ভারতের লোকমাত টাইমস-এর অনলাইনে প্রকাশিত অরিজিনাল ডাকাতির ভিডিওর স্ক্রিনশট (ডানে) দুটির মধ্যে মিল দেখুন পাশাপাশি--
অর্থাৎ ফেসবুকে প্রচারিত ভাইরাল ভিডিওটি ঢাকার নবাবপুরে ডাকাতির ঘটনার নয়। বরং এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাতারায় ২০২৪ সালের ২৮ জুলাই একটি জুয়েলারি কারখানায় ডাকাতির ঘটনার।
সুতরাং ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাতারায় ঘটা ডাকাতির ঘটনার ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।