সোনা চুরি হওয়ায় বিমানবন্দরে কান্নাকাটির ভিডিওটি গণঅভ্যুত্থানের পরের নয়
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ২০২৩ সালে শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ চুরি হওয়ার অভিযোগ করে দুই প্রবাসীর কান্নাকাটি করার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজ থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চুরির পর এক প্রবাসী দম্পত্তির কান্নাকাটির একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, সম্প্রতি অর্থাৎ ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর চুরির ঘটনাটি ঘটেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৮ মার্চ ‘জয় বাংলার লোক’ নামক একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসীর স্বর্ণ চু*রি,লাল স্বাধীনতা কেমন লাগছে? @highlight.” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ দাবি করা হচ্ছে, আলোচ্য ভিডিওর ঘটনাটি ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের আমলের ঘটনা।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ভিডিওটি ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরের ঘটনা নয় বরং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা দুই প্রবাসী তাঁদের স্বর্ণ চুরির অভিযোগ করে কান্নাকাটির ভিডিওটি ২০২৩ সালের ১৬ অক্টোবরের, সেসময়ে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা।
ভিডিওটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে প্রবাসী অনলাইন নিউজ পোর্টাল ‘আমিরাত বার্তা’র ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। ২০২৩ সালের ১৬ অক্টোবর পোস্ট করা ভিডিওর সঙ্গে ফেসবুকে সাম্প্রতিক দাবিতে ভাইরাল হওয়া ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওটি দেখুন--
আলোচ্য তথ্যের ওপর ভিত্তি করে কি ওয়ার্ড সার্চ করে “বিমানবন্দরের ভেতর থেকেই ২ যাত্রীর স্বর্ণ চুরি!” শিরোনামে ‘এটিএন নিউজের’ ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৩ সালের ১৬ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা দুই প্রবাসী যাত্রী তাঁদের সঙ্গে থাকা স্বর্ণ চুরির অভিযোগ করে কান্নাকাটি করেন। ভিডিওটি দেখুন--
নিচে ফেসবুকে সাম্প্রতিক দাবিতে প্রচারিত ভাইরাল ভিডিওর স্ক্রিনশট (বামে) ও এটিএন নিউজের প্রতিবেদনের স্ক্রিনশট (ডানে) দুটির মধ্যে মিল দেখুন পাশাপাশি--
কি-ওয়ার্ড সার্চ করে ২০২৩ সালের ১৬ অক্টোবর প্রকাশিত ‘সময় টেলিভিশন’ ও ‘যমুনা টেলিভিশনে’ একই সংবাদ প্রতিবেদন পাওয়া যায়।
এদিকে কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চুরির বিষয়ে কোনো ধরণের তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই প্রবাসীর স্বর্ণ চুরির ঘটনার পর কান্নাকাটির এই ভিডিওটি ২০২৩ সালের ১৬ অক্টোবরের শেখ হাসিনার শাসন আমলের, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরের ঘটনার নয়।
সুতরাং পুরোনো ভিডিও দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ চুরির ঘটনাটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।