আফগানিস্তানে জোড়া বিস্ফোরণের খবরের সাথে গাজায় হামলার ভিডিও প্রচার
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে ফিলিস্তিনের গাজায় বোমা হামলার ভিডিওকে বিভ্রান্তিকরভাবে কাবুলের বলে দাবি করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বোমা হামলার দৃশ্য। এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গতকাল 'Ajker Patrika' নামের একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, 'আফগানিস্তানের কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বৃহস্পতিবারের দুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।' ১৪ সেকেন্ডের এই ভিডিওটিতে দুইবার বিকট শব্দে কিছু বিস্ফোরিত হতে দেখা যায়। ওই পোস্টে পত্রিকাটির এ সংক্রান্ত একটি খবরের লিংকও দেয়া হয়েছে। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, কাবুল বিমানবন্দরে বোমা হামলার বলে দাবি করা ভিডিওটি বিভ্রান্তিকর। নানাভাবে সার্চ করে দেখা গেছে, এই ভিডিওটি আফগানিস্তানের নয়। মূলত মধ্যপ্রাচ্যের কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-আরবি'র ভেরিফায়েড টুইটার একাউন্টে ভিডিওটি পাওয়া গেছে। আরবিতে দেয়া ভিডিওটির ক্যাপশনের স্বয়ংক্রিয় অনুবাদ থেকে জানা যায়, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলার ভিডিও এটি। দেখুন টুইটারে আপলোড করা সেই ভিডিওটি-
المشاهد الأولى للغارات الإسرائيلية على مواقع للفصائل الفلسطينية في قطاع #غزة#الأخبار pic.twitter.com/EpTPdVg6Zh
— قناة الجزيرة (@AJArabic) August 21, 2021
গত ২২ আগস্ট এই ভিডিওটি আল জাজিরার টুইটার থ্রেডে পোস্ট করা হয়। মূলত উক্ত ভিডিওটির ১৩ সেকেন্ড থেকে পরের অংশটিকে কাবুলের এয়ারপোর্টে বোমা হামলার সাথে মিলিয়ে পোস্ট করা হচ্ছে। দেখুন স্ক্রিনশট--
এছাড়া গাজাতে সেই হামলার ছবিসহ একটি প্রতিবেদনও পাওয়া যায় আল জাজিরার আরবি ভার্সনে। গত ২৩ আগস্ট প্রকাশিত সেই খবরে বলা হয়, সেদিন সন্ধ্যায় গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। সেই হামলার ছবিটি দেখুন--
দেখুন সেই প্রতিবেদনের একটি স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদসহ স্ক্রিনশট--
এই প্রতিবেদনটি পড়ুন এখানে।
উল্লেখ্য গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে জোড়া বোমা হামলা হয়। বিবিসি বাংলা'র তথ্যানুযায়ী মতে, ওই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৭০ জন। দেখুন স্ক্রিনশট--
সুতরাং আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ঘটা বোমা হামলার খবরের সাথে গাজায় ইসরায়েলি হামলার ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।