এক নারীকে অপহরণ করার এই ভিডিওটি স্ক্রিপ্টেড
বুম বাংলাদেশ দেখেছে, এক নারীকে অপহরণ করার এই ভিডিওটি বাস্তব ঘটনার নয় বরং বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মেয়েকে জোর করে তুলে নিচ্ছে কয়েকজন বখাটে। ভিডিওটি সহ কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৩ জানুয়ারি ‘Md Miru’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “বিষয়টি খুবই দুঃখজনক প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়েটিকে তুলে নিল”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। এক নারীকে অপহরণ করার এই ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে অভিনয়ের মাধ্যমে তৈরি করা। পেজ কর্তৃপক্ষ বুম বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে ছবিগুলো রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ফেসবুকে ‘হাসির আড্ডা 2’ নামক একটি পেজে গত ২১ জানুয়ারি সম্ভাব্য প্রথম প্রকাশিত ভিডিওটি পাওয়া যায়।
ভিডিওটির কমেন্টে একজন ব্যবহারকারী কর্তৃক ভিডিওর দৃশ্যগুলোর অভিনয় ভালো হয়েছে বলে উল্লেখ করা হলে ‘হাসির আড্ডা 2’ নামক পেজটি থেকে একটি রিপ্লাইও করা হয়। ভিডিওটির (পোস্ট) স্ক্রিনশট দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী আলোচ্য পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটিতে বিনোদনের উদ্দেশ্যে ভিডিও তৈরি করে প্রকাশ করা হয়। পেজের বায়ো অংশে উল্লেখ করা হয়েছে, "আমাদের ভিডিওগুলা কেউ সিরিয়াস ভাবে নেবেন না এটা শুধুমাত্র বিনোদনের জন্য ধন্যবাদ pageফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের বিনোদন দেয়ার জন্য আমরা অনেক কষ্ট করতেছি"।
পরবর্তীতে পেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বুম বাংলাদেশকে জানিয়েছেন, আলোচ্য ভিডিওটি তারা বিনোদনের উদ্দেশ্যে তৈরি করেছেন।
অর্থাৎ এক নারীকে অপহরণের এই ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে অভিনয়ের মাধ্যমে তৈরি করা।
সুতরাং সামাজিক মাধ্যমে স্ক্রিপ্টেড ভিডিওকে বাস্তব ঘটনার দৃশ্য বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।