মহানবীর কার্টুন ইস্যু: ফ্রান্সে ১০ জনের ইসলাম গ্রহণের ভুয়া খবর
কোরিয়া এবং জার্মানির দুটি পুরানো ভিডিও ব্যবহার করে ফ্রান্সে ১০ জনের ইসলাম গ্রহণের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে
ফেসবুকে একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, রাসূল (সাঃ) কে ব্যঙ্গ করার পর ফ্রান্সে ইসলাম গ্রহণ করলেন দশজন অমুসলিম। দেখুন এমন একটি ভিডিও লিঙ্ক এখানে।
Somoy BD নামের পেইজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয় যার শিরোনাম ছিল, "রাসূল (সাঃ) কে ব্যঙ্গ করার পর এবার ফ্রান্সে ইসলাম গ্রহণ করলেন দশজন অমুসলিম ভাই বোন l Prophet Muhammad"। এছাড়া ভিডিওটির শুরু এবং শেষ পর্যায়ে ২টি ভিডিও দেখানো হয় যেখানে একাধিক ব্যক্তিকে কালেমা পড়তে দেখা যায়। দেখুন স্ক্রিনশট-
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ ভিডিওটি যাচাই করতে যেয়ে দেখে, ভিডিওটিতে দাবি করা একাধিক তথ্য অসত্য। মূলত ভিডিওটির ৪ মিনিট ২০ সেকেন্ড থেকে যে দুটি ভিডিও দেখিয়ে উক্ত ফ্রান্সে ইসলাম গ্রহণের দাবিটি করা হয় তা মূলত দুটি ভিন্ন দেশের, ফ্রান্সের ভিডিও নয়।
ভিডিওটির ৪ মিনিট ২০ সেকেন্ডে দেখানো প্রথম ক্লিপটিতে দেখা যায়, একজন কালো জোব্বা পরিহিত ইসলাম প্রচারক একজন অমুসলিমকে কালেমা পড়াচ্ছে। রিভার্স সার্চ করে দেখা যায়, এই ভিডিওটি মূলত কোরিয়ায় একজন ব্যক্তির ইসলাম গ্রহণের। '한국에 사는 무슬림 Muslim in Korea' নামক পেইজে ২০১৯ সালে ভিডিওটি পোস্ট করা হয় এবং ক্যাপশনে বলা হয়, একজন কোরিয়ান নাগরিক ইসলাম গ্রহণ করছেন। দেখুন ভিডিওটি এখানে-
একই ভিডিও'র ৪ মিনিট ৪৪ সেকেন্ডে আরেকটি ছোটো ক্লিপ দেখা যায়, যেখানে একজন সাদা পোষাক পরিহিত প্রচারক ৫ জন ব্যক্তিকে ইসলাম গ্রহণ করাচ্ছেন। এই ভিডিওটির একটি দীর্ঘতর ভার্সন পাওয়া যায় 'Umar Esterí' নামক একটি চ্যানেলে। ভিডিওটির ইংরেজি শিরোনাম দেখা যাচ্ছে, '10 people turn to Islam in Germany'। অর্থাৎ ২০১০ সালে আপলোড করা সেই ভিডিওটিতে বলা হচ্ছে ঘটনাটি জার্মানির। দেখুন ক্লিপটি--
উল্লেখ্য, ভিডিওতে ব্যবহৃত দুটি ক্লিপই সম্প্রতি ফ্রান্সে ইসলাম অবমাননার পূর্বেই একাধিক সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে। অর্থাৎ ফ্রান্সে ইসলাম অবমাননার পর তারা ইসলাম গ্রহণ করেনি।
সুতরাং, পুরানো ভিডিও ব্যবহার করে ফ্রান্সে ১০জন ইসলাম গ্রহণ করার দাবিসম্বলিত ভিডিওটি ভুয়া।