ফেক নিউজ
ভিডিওটি ফ্রান্সে মুসলিম নারীর উপর নির্যাতনের নয়, বরং কানাডার
পুলিশ সদস্য কর্তৃক এক নারীকে নির্যাতনের ঘটনাটি ২০১৭ সালে কানাডার ক্যালগারিতে ঘটে বলে নিশ্চিত হওয়া গেছে।
সামাজিক মাধ্যমে একজন পুলিশ সদস্য কর্তৃক এক নারীকে পুলিশ হেফাজতে নির্যাতনের একটি ভিডিও বিভিন্ন অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হচ্ছে। ফেসবুক পোস্টের দাবী অনুযায়ী ফ্রান্সের পুলিশ কর্তৃক মুসলিম এক নারীকে নির্যাতনের ভিডিও এটি।
ফ্যাক্ট চেক:
বিভিন্ন কী-ফ্রেম দিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধান চালিয়ে দেখা যায় ভিডিওটি মূলত কানাডার। ২০১৭ সালের এক ঘটনায় কানাডার ক্যালগারিতে আলেক্স ডান নামে এক পুলিশ সদস্যকে হেফাজতে আটকদের উপর নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করা হয়। সম্প্রতি বিচার চলাকালীন তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে নির্যাতনের এই ক্লিপটি আদালতে দেখানো হয়। ২০১৭ সালে কারফিউ ভাঙ্গার অভিযোগে ডালিয়া কাফি নামে এক নারীকে গ্রেফতার করার পর তার উপর এই নির্যাতন চালানো হয়। ইউটিউবে কানাডিয়ান সংবাদ মাধ্যম ৬৬০ নিউজের অফিসিয়াল অ্যাকাউন্টে ১৯ মিনিট ৫১ সেকেন্ডের সম্পূর্ণ ভিডিওটি পাওয়া যায়। দেখুন এখানে।
সুতরাং এক ঘটনার ভিডিও ক্লিপকে অন্য ঘটনার বলে প্রচার করা স্পষ্টতঃ বিভ্রান্তিকর।
Claim : ফ্রান্সে হিজাবী নারীকে পুলিশের মারধরের ভিডিও
Claimed By : Facebook Post
Fact Check : Misleading
Next Story