ভিডিওটি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের নয়
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ২০১৪ সালে রুশ সেনাবাহিনীর সামরিক মহড়ার।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও ক্লিপ পোস্ট করে দাবি করা হচ্ছে, চলমান ইউক্রেন-রাশিয়া সংঘাতের ভিডিও এটি। ভিডিওটিতে সৈন্যদের প্যারাস্যুটের মাধ্যমে যুদ্ধবিমান থেকে অবতরণ করতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৪ ফ্রেব্রুয়ারি 'মোঃ আল আমিনr' নামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "ইউক্রেনের আকাশে রাশিয়ান সৈন্যরা.... #ukrainerussia" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের নয় বরং রুশ সেনাবাহিনীর সামরিক মহড়ার পুরোনো ভিডিও এটি।
গুগল রিভার্স ইমেজ সার্চে করলে, ভাইরাল ভিডিওটির অংশবিশেষ রাশিয়ান সামাজিক মাধ্যম 'ভিকে'তে খুঁজে পাওয়া যায়, যা ২০১৪ সালের ১৪ মার্চ পোস্ট করা হয়।
ভিডিওটি পোস্টকারীর অ্যাকাউন্টের একই বছর ১৩ মার্চ করা অন্য একটি পোস্ট থেকে জানা যায় সে বছরের -রোস্তভের নিকটে তাগাংরগে অবতরণের দৃশ্য এটি। উল্লেখ্য তাগাংরগ রাশিয়ার দক্ষিণ পশ্চিমের রোস্তভের নিকটবর্তী একটি শহর।
এই সূত্র ধরে সার্চ করার পর, রাশিয়ান সংবাদ সংস্থা তাসে এই সামরিক মহড়া সংক্রান্ত খবরও পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
সুতরাং রুশ সেনাবাহিনীর একটি পুরোনো সামরিক মহড়ার ভিডিওকে রুশ-ইউক্রেনের যুদ্ধের সাথে মিলিয়ে প্রচার করা হয়েছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।