সম্পাদিত ছবি ব্যবহার করে আসিফ নজরুলের নামে অপপ্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ছবিতে আসিফ নজরুলের সাথে থাকা তাঁর স্ত্রীর চেহারায় এডিট করে আজমেরি হক বাঁধনের চেহারা বসানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে; অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ছবি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ২ নভেম্বর ‘Nazrul Islam’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সাথে যাত্রাপালা উপভোগ করছেন বলে উল্লেখ করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয় এবং ছবিটি সম্পাদিত। আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে থাকা তাঁর স্ত্রী ও একসময়ের অভিনেত্রী শীলা হকের চেহারায় সম্পাদনার মাধ্যমে আজমেরি হক বাঁধনের ছবি যুক্ত করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য প্রচারিত ছবিটির কোণায় বেসরকারি টেলিভিশন 'চ্যানেল ২৪' এর লোগো দেখতে পাওয়া যায়। ফলে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে সার্চ করে গত ১ নভেম্বর “স্ত্রীকে নিয়ে যাত্রাপালা দেখলেন আসিফ নজরুল” শিরোনামে প্রকাশিত একটি রিলস ভিডিও পাওয়া যায়। ভিডিওতে আসিফ নজরুলের পোশাক ও পারিপার্শ্বিক দৃশ্যপটের সাথে আলোচ্য ছবিটির হুবহু মিল পাওয়া যায়।
আসিফ নজরুলের সাথে থাকা নারীর পোশাক ও পারিপার্শ্বিক দৃশ্যপটের সাথে আলোচ্য ছবিটির হুবহু মিল পাওয়া যায় কেবল চেহারা ব্যতীত।
ভিডিওটির ব্যাপারে জানা যায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত সাত দিনের যাত্রা উৎসবের প্রথম দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে উদ্বোধনী আয়োজনে পরিবারসহ যাত্রাপালা উপভোগ করেন সরকারের আইন উপদেষ্টা ও তৎকালীন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। রিলস ভিডিওটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আসিফ নজরুলের সাথে থাকা নারী তাঁর স্ত্রী শীলা আহমেদ।
পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে চ্যানেলটির ইউটিউব চ্যানেলেও গত ১ নভেম্বর একই শিরোনামে প্রকাশিত ভিডিওটি পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমেও একই আয়োজনে আসিফ নজরুল ও তাঁর স্ত্রী তথা পরিবারের ছবি সহ এ সংক্রান্ত সংবাদ পাওয়া যায়। আলোচ্য ছবিটি (বামে) ও চ্যানেল ২৪ এর পেজে পাওয়া ভিডিওর স্থিরচিত্রের (ডানে) পাশাপাশি তুলনা দেখুন--
অর্থাৎ আসিফ নজরুলের সাথে থাকা তাঁর স্ত্রী ও একসময়ের অভিনেত্রী শীলা হকের চেহারা সম্পাদনার মাধ্যমে আজমেরি হক বাঁধনের ছবি যুক্ত করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং সামাজিক মাধ্যমে আসিফ নজরুল ও তাঁর স্ত্রীর সম্পাদিত ছবি বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।