ট্রেন দুর্ঘটনার দুই বছরের পুরোনো ছবিকে নতুন করে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ছবিগুলো ২০২৩ সালের এপ্রিল মাসে কুমিল্লার নাঙ্গলকোটে একটি ট্রেন দুর্ঘটনার পরে ধারণ করা হয়।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে দুর্ঘটনার কবলে পড়া একটি ট্রেনের ছবি শেয়ার করে ট্রেনটি সম্প্রতি দুর্ঘটনায় পড়েছে বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
প্রায় ১৩ ঘন্টা আগে 'Md Masud Rahman' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে দূর্ঘটনার কবলে পড়া একটি ট্রেনের ছবি শেয়ার করে বলা হয়, "সোনার বাংলা Express কুমিল্লার হাসানপুর রেলওয়ে স্টেশন এ ভয়াবহ ভাবে এক্সিডেন্ট করেছে! আপনাদের কারো আত্মীয় স্বজন এই ট্রেন এ থাকলে দ্রুত যোগাযোগ করুন সেখানে। °°জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী?😭 °°ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রজিউন😢 সবাই বেশি বেশি করে শেয়ার করুন হতে পারে আপনার কোন তো শুভাকাঙ্ক্ষী এই ট্রেনে থাকতে পারে"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--

পোস্টে যুক্ত ছবিগুলো দেখুন আলাদাভাবে--

ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। ২০২৩ সালের ১৬ এপ্রিল কুমিল্লার নাঙ্গলকোটে সোনার বাংলা এক্সপ্রেস নামে একটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। আলোচ্য পোস্টে যুক্ত ছবিগুলো ওই দুর্ঘটনার পরে ধারণ করা হয়। অর্থাৎ এটি সাম্প্রতিক কোনো দুর্ঘটনার ছবি নয়।
আলোচ্য পোস্টে যুক্ত ছবিগুলোর ব্যাপারে জানতে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন পোর্টাল জাগো নিউজের ওয়েবসাইটে ২০২৩ সালের ১৭ এপ্রিল "চালকের অবহেলায় সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনার শিকার" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবি দুটির মধ্যে প্রথম ছবিটির সাথে মিল খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনচালকের অবহেলার কারণে ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানিয়েছেন রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন। রোববার (১৬ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে দুর্ঘটনাস্থল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।"। স্ক্রিনশট দেখুন--

পরবর্তীতে আরো সার্চ করে দৈনিক পত্রিকা দ্য ডেইলি স্টারের অনলাইন ভার্সনে "কুমিল্লায় কনটেইনারবাহী ট্রেনে সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কা, ৭ কোচ লাইনচ্যুত" শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে আলোচ্য পোস্টের দ্বিতীয় ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, "কুমিল্লার নাঙ্গলকোটে দুর্ঘটনায় পড়েছে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসানপুর স্টেশনে একটি কনটেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়ে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন ও ৭টি কোচ লাইনচ্যুত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চৌধুরী।" স্ক্রিনশট দেখুন--

অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য পোস্টে যুক্ত ছবিগুলো ২০২৩ সালের এপ্রিলে ঘটা এক ট্রেন দুর্ঘটনার পর ধারণ করা হয়। এছাড়াও বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করে সম্প্রতি কোনো ট্রেন দুর্ঘটনার সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং দুই বছরের পুুরোনো ট্রেন দুর্ঘটনার ছবিকে সাম্প্রতিক দুর্ঘটনার ছবি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।