নারীদের পদদলিত হওয়ার এই ভিডিওটি বাংলাদেশের নয়
বুম বাংলাদেশ দেখেছে, পাকিস্তানের একটি ভিডিও দিয়ে এটি বাংলাদেশে ভিজিএফের চাল নিতে যাওয়ার ঘটনা বলে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক গ্রুপ, আইডি ও পেজে নারীদের হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ও পদদলিতের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ভিডিওটি বাংলাদেশের। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২০ মার্চ 'বঙ্গবন্ধু সৈনিক' নামের একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ্য করা হয়, "১০ কেজি চাউলের জন্য মানুষে এমন গতির দৌড় হয়তো আগে দেখি নাই বাংলাদেশে। মানুষ এখন শুধু লজ্জায় মুখ খুলে না।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি বাংলাদেশের নয় বরং এটি পাকিস্তানের একটি ঘটনার।
ভাইরাল ভিডিওর কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘Asher Mehdi Sithar’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। গত ১৮ মার্চ প্রকাশিত এই ভিডিওটির সঙ্গে আলোচ্য ভিডিওটির মিল পাওয়া যায়। যেখানে উর্দু ভাষায় উল্লেখ্য করা হয়, “یہ وہ ماٸیں بہنیں ہیں جو بے نظیر انکم سپورٹ پروگرام کے پیسے لینے جاتی ہیں”। অর্থাৎ বেনজীর ইনকাম সাপোর্ট প্রোগ্রামের টাকা তুলতে গিয়ে মা বোনদের অবস্থা। পোস্টটি দেখুন--
একই সার্চে “Sindh Plus” নামের একটি পাকিস্তানি নিউজ পোর্টালের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। গত ১৮ মার্চ প্রকাশিত এই ভিডিওটির সঙ্গেও আলোচ্য ভিডিওর মিল পাওয়া যায়। ওই পোস্টে উল্লেখ্য করা হয়, সিন্ধে `বেনজীর ইনকাম সাপোর্ট প্রোগ্রামে'র পিপল পার্টির অবস্থা আপনাদের সামনে (অনূদিত)। ভিডিওটি দেখুন--
পরবর্তীতে এর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে ‘বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম’ সম্পর্কে জানা যায়, এটি পাকিস্তান সরকারের দারিদ্র্য বিমোচনে নগদ অর্থ সহায়তা কার্যক্রমমূলক একটি কর্মসূচি। স্ক্রিনশট দেখুন--
এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি বাংলাদেশে ভিজিএফ এর চাল সংগ্রহ করতে গিয়ে কোনো হুড়োহুড়ি বা মারামারির ঘটনা নিয়ে কোনো তথ্য কিংবা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
তবে, কি-ওয়ার্ড সার্চ করে “ভিজিএফের চাল নিতে গিয়ে ভিড়ে অসুস্থ হয়ে নারীর মৃত্যু” শিরোনামে ‘বাংলানিউজ’ অনলাইনের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২১ মার্চ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পঞ্চগড়ে ঈদ উপলক্ষে দেওয়া সরকারের দেওয়া দুঃস্থদের খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল সংগ্রহ করতে গিয়ে শহিমা বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন। প্রচণ্ড রোদ আর ভিড়ে হিটস্ট্রোকে ওই নারীর মৃত্যু হয়েছে বলে দাবি ওই পরিবারের সদস্যদের। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভিডিওটি বাংলাদেশে ভিজিএফ এর চাল নিতে গিয়ে নারীদের হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ও পদদলিত হওয়ার নয়। প্রকৃতপক্ষে, এটি পাকিস্তানে দরিদ্রদের নগদ অর্থ সহায়তা নিতে যাওয়ার নারীদের হুড়োহুড়ি ও পদদলিত হওয়ার ভিডিও।
সুতরাং পাকিস্তানের ভিন্ন ঘটনার একটি ভিডিওকে বাংলাদেশে ভিজিএফ এর চাল নিতে গিয়ে নারীদের হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ও পদদলিত হওয়ার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।