শিক্ষক অভিভাবকের বাগবিতণ্ডার এই ভিডিওটি স্ক্রিপ্টেড
বুম বাংলাদেশ দেখেছে, শিক্ষক এবং অভিভাবকের মধ্যে বাগবিতণ্ডার এই ভিডিওটি স্ক্রিপ্টেড ও অভিনেতাদের দ্বারা অভিনীত।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে একজন স্কুল শিক্ষকের সাথে শিক্ষার্থীর অভিভাবকের বাগবিতণ্ডার একটি ভিডিও পোস্ট করা হচ্ছে; যেখানে একজন অভিভাবককে শিক্ষকদের সাথে অনাকাঙ্ক্ষিত আচরণ করতে দেখা যায়। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১২ নভেম্বর 'Abdul Karim Noman' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "এখন এমন অভিভাবকের অভাব হয় না, প্রতিষ্ঠানে এভেইলেবল পাওয়া যায়।" পোস্টে যুক্ত ভিডিওটিতে একজন স্কুলশিক্ষকের সাথে ওই স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবককে বাগবিতণ্ডায় জড়াতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পোস্টের কমেন্ট সেকশনে ব্যবহারকারীদেরকেও ভিডিওটি সম্পর্কে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়। একজন লিখেছেন, “এ পুলা জীবনেও মানুষ ওইবোনা”, আরেকজন লিখেছেন, “তোমার পুলাকে বাসায় রেখে দাও স্কুলে পাঠানোর দরকার নেই”।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। মূলত, শিক্ষক এবং অভিভাবকের মধ্যে বাগবিতণ্ডার এই ভিডিওটি স্ক্রিপ্টেড ও অভিনেতাদের দ্বারা অভিনীত।
ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'Bangali Tv' নামের একটি ফেসবুক পেজে একটি রিল ভিডিওতে আলোচ্য ভিডিওটির মত হুবহু একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
উক্ত পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচ্য ভিডিওটিতে দেখানো ব্যক্তিরাই ওই একই পেজে আপলোড করা বিভিন্ন ভিডিওতে অভিনয় করেছেন। স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে পেজটি আরো পর্যবেক্ষণ করে দেখা যায়, ওই পেজটিতে কয়েকজন ব্যক্তি অভিনয়ের মাধ্যমে তৈরি বিভিন্ন ভিডিও কনটেন্ট আপলোড করেন। ভিডিওগুলোর কোনোটিই কোনো বাস্তব ঘটনা নয় বরং স্ক্রিপ্টেড।
অর্থাৎ আলোচ্য ভিডিওটিতে দেখানো শিক্ষক-অভিভাবক বাগবিতণ্ডার ঘটনাটি বাস্তব নয় বরং স্ক্রিপ্টেড।
সুতরাং, শিক্ষক-অভিভাবক বিগবিতণ্ডার স্ক্রিপ্টেড ভিডিওকে বাস্তব বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।