ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের এই ভিডিওটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনা সাক্ষাৎ করেছেন বলে প্রচারিত হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৭ নভেম্বর 'AB Munna Bhi' নামের একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে বলা হয়, "বিজয়ের মিলন মেলায় আমেরিকার ট্রাম্পের সাথে আমাদের জননেত্রী শেখ হাসিনা।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ডোনাল্ড ট্রাম্প ও শেখ হাসিনার কুশল বিনিময়ের ভিডিওটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময়কার নয়; বরং এটি ২০১৭ সালে জাতিসংঘে সংস্কার বিষয়ক উচ্চ পর্যায়ের সভা শেষে।
কি-ওয়ার্ড সার্চ করে “রোহিঙ্গা ইস্যুতে ট্রাম্পের কাছে প্রত্যাশা নেই বাংলাদেশের: প্রধানমন্ত্রী” শিরোনামে ‘Channel 24’ এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনটি ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে ১৭ থেকে ২০ সেকেন্ড পর্যন্ত একটি ক্লিপের সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওটি দেখুন--
নিচে আলোচ্য ভিডিওর স্ক্রিনশট (বামে) এবং চ্যানেল ২৪ এর পুরোনো প্রতিবেদনের স্ক্রিনশট (ডানে) দুটির মধ্যে মিল দেখুন পাশাপাশি--
পাশাপাশি কি-ওয়ার্ড সার্চ করে একই ঘটনায় ভিডিও সহ একাত্তর টিভিতে তৎকালে প্রচারিত একটি প্রতিবেদন পাওয়া যায় একটি ইউটিউব চ্যানেলে। যেটি ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর আপলোড করা হয়।
অর্থাৎ আমেরিকার নির্বাচনের ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর তার সঙ্গে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারের নয় বরং ভিডিওটি ২০১৭ সালের।
সুতরাং ২০১৭ সালের পুরোনো ভিডিও দিয়ে ডোনাল্ড ট্রাম্প ও শেখ হাসিনার সাক্ষাৎ দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।