যুবরাজ সালমানের এই ভিডিওটি কাবায় সাঈদীর জানাজার অনুমতি দেয়ার নয়
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ভিডিওটি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জিসিসি সামিটে বক্তব্য দেয়ার সময়ে ধারণ করা হয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বক্তব্য প্রদানের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এতে যুবরাজ সালমান একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সদ্য প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর কাবায় জানাজা নামাজের অনুমোদন দিয়ে বক্তব্য দিচ্ছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৬ আগস্ট 'Khan Shohag' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা কাবা শরীফে পড়ার অনুমোদন। ১ রাসুলুল্লাহ যুগে বাদশা নাজ্জাসীর। ২ সায়্যেদ আবুল আলা মুওদূদী রহঃ। ৩ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহঃ। আলহামদুল্লিলাহ…"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপসাগরীয় দেশগুলোর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে পরিচালিত সংস্থা GCC (Gulf Cooperation Council) এর ২০২৩ সালের সামিটে গত ১৯ জুলাই বক্তব্য দেওয়ার সময়ে ধারণ করা হয়।
পোস্টে সংযুক্ত ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায়, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পিছনে GCC ও Summit শব্দ দুটি লেখা থাকতে দেখা যায়। এছাড়াও, ভিডিওটির স্ক্রিনের নিচের দিকে আল আখবারিয়া, ২০২৩, ১৯ শব্দগুলো লেখা দেখতে পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে কি-ওয়ার্ড সার্চ করে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়া নিউজের ওয়েবসাইটে গত ১৯ জুলাই "Saudi Crown Prince declares adoption of decisions issued by GCC-Central Asia summit" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৯ জুলাই জিসিসির সামিট চলাকালে বক্তব্য প্রদান করেন সৌদি যুবরাজ। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে আল-আরাবিয়ার ইউটিউব চ্যানেলে "The start of the Gulf summit with Central Asian countries in Jeddah" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির ১২ সেকেন্ড থেকে আলোচ্য ভিডিওটির মত হুবহু বক্তব্য দিতে শোনা যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
এছাড়াও, "قناة الإخبارية" নামে আরেকটি ইউটিউব চ্যানেলেও একই দাবিতে ওই ভিডিওটি হুবহু খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
অর্থ্যাৎ ভিডিওটি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জিসিসির সামিটে বক্তব্য দেয়ার সময়ে ধারণ করা, জামায়াত নেতা সাঈদীর প্রসঙ্গে কোনো বক্তব্য দেয়ার নয়।
উল্লেখ্য গত ১৪ই আগস্ট জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদি কারাবন্দী অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে তিনি আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন।
সুতরাং সৌদি যুবরাজের একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেয়ার ভিডিও ক্লিপ দিয়ে বলা হচ্ছে এটি সদ্য প্রয়াত জামায়াত নেতা সাঈদীর কাবায় জানাজা নামাজের অনুমতি প্রদানের ভিডিও; যা সঠিক নয়।