মসজিদ ভাঙার এই ভিডিওটি ভারতের নয়
বুম বাংলাদেশ দেখেছে, ইন্দোনেশিয়ার একটি থিম পার্কের ভিতরে মসজিদের আদলে তৈরি একটি ঘর ভেঙে ফেলার সময়ে ভিডিওটি ধারণ করা হয়।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে দেখতে মসজিদের মত এমন একটি স্থাপনা ভাঙার ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভারতের উত্তরাখণ্ডের একটি মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৩ মার্চ 'Ak Azad' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে এমন একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "গতকাল ভা-রতের উত্তরাখণ্ডে মসজিদ ভেঙে গুড়িয়ে দিচ্ছে৷ আর এদেশে আমরা ম'ন্দি'র পা'হারা দেই। _🌸"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যা0ক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওতে দেখানো স্থাপনাটি ভারতের কোনো মসজিদ নয়। মূলত ইন্দোনেশিয়ার একটি থিম পার্কে ভারতীয় মসজিদের আদলে তৈরি একটি স্থাপনা ভেঙে ফেলার সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।
আলোচ্য ভিডিওটির সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে সামাজিক মাধ্যম টিকটকে গত ৮ মার্চ 'Syrkanala' নামে একটি একাউন্ট থেকে পোস্ট করা আলোচ্য ভিডিওটির মতো একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "পুনকাক বোগোরে হিবিস্ক পর্যটনকেন্দ্র ভাঙার দ্বিতীয় দিন। *এই ভবনটি কোন মসজিদ নয়, এটি একটি ফ্যান্টাসি পার্কে অবস্থিত একটি ভারতীয় ধাঁচের ভবন ছিল।" (গুগলের সাহায্যে)। টিকটক ভিডিওটি দেখুন--
Watch on TikTok
ওই টিকটক একাউন্টটি পর্যবেক্ষণ করে ওই একই স্থানের আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির ক্যাপশনে দৃশ্যটি হিবিস্ক পুনকাক পর্যটন কেন্দ্রটি ভেঙে ফেলার চতুর্থ দিন ধারণ করা হয়েছে বলে জানানো হয়। টিকটক পোস্টটি দেখুন--
উপরের টিকটক একাউন্টের পোস্টের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে গত ১০ মার্চ 'New farsi official' নামে একটি ইউটিউব চ্যানেলে "#Hibisc#fanyasypuncak#shortsvideo #bongkar" শিরোনামে আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ১৫ সেকেন্ডের ওই ভিডিওটিতে আলোচ্য ভিডিওতে দেখানো স্থাপনাটি ভাঙার দৃশ্যটিই একটি ভিন্ন দিক থেকে ধারণ করা হয়েছে বলে দেখা যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে হিবিস্ক ফ্যান্টাসি পার্কের ইন্সটাগ্রাম একাউন্টে এবছরের ২৩ জানুয়ারি পোস্ট করা একটি ভিডিওতে আলোচ্য ভিডিওতে দেখানো স্থাপনার মত হুবহু একটি স্থাপনা খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে আলোচ্য ভিডিওটিতে দেখানো স্থাপনাসহ বেশ কিছু স্থাপনা এবং শিশু ও বড়দের জন্য বিভিন্ন খেলনা রাইড দেখতে পাওয়া যায়। এছাড়াও, স্থাপনাটি ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের বোগর শহরে অবস্থিত হিবিস্ক পুনকাক ফ্যান্টাসি পার্কের ভিতরে অবস্থিত বলে পোস্টে উল্লেখ করা হয়। ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওতে দেখানো স্থাপনাটি ভারতের উত্তরাখন্ডে অবস্থিত কোনো মসজিদ নয়। ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের একটি থিমপার্কের ভিতরে থাকা মসজিদের আদলে তৈরি ওই স্থাপনাটি সম্প্রতি ভেঙে ফেলার সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়েছিল।
সুতরাং ইন্দোনেশিয়ার একটি থিম পার্কের স্থাপনাকে ভেঙে ফেলার ভিডিও শেয়ার করে সেটি ভারতের উত্তরাখণ্ডের একটি মসজিদ ভেঙে ফেলার ভিডিও বলে দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।