পাখির ঝাঁকের এই ভিডিওটি তুরস্কের নয় বরং যুক্তরাষ্ট্রের
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে ২০১৭ সালে ধারণ করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ভিডিও দিয়ে দাবি করা হচ্ছে, তুরস্কের ভূমিকম্পের আভাস দিয়েছিল পাখিরা। ভিডিওটিতে এক ঝাঁক পাখি আকাশে এলোমেলো উড়তে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৭ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল 'চ্যানেল ২৪' এর ভেরিফাইড ফেসবুক পেজেও ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের আভাস দিয়েছিল পাখি!"। এছাড়াও ভিডিওটি একাধিক পেজ ও আইডি থেকে পোস্ট করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি তুরস্কে সম্প্রতি আঘাত হানা ভূমিকম্পের সাথে সম্পৃক্ত নয় বরং ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে এটি ধারণ করা হয়।
ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স সার্চ করার পর, 'jayelledesignlab” নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি খুঁজে পাওয়া যায়, যা ২০১৭ সালের ২০ জানুয়ারি থেকে শেয়ার করা হয়েছিল। পোস্টটিতে স্থান হিসেবে হিউস্টন, টেক্সাস লেখা আছে।
এই সূত্র ধরে সার্চ করার পর, ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় যেখানে ভিডিওটিও যুক্ত করা আছে।। ২০১৭ সালের ২৫ জানুয়ারি 'What the flock? Eerie video shows a huge swarm of blackbirds hovering in the sky above a Houston freeway" শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, হিউস্টনের একটি ফ্রিওয়েতে এই দৃশ্যটি একজন গাড়ির চালক ধারণ করেছিল।
ভিডিওটি ডেইলি মেইলের ইউটিউব চ্যানেলেও ২০১৮ সালের ৮ মার্চ আপলোড করা হয়েছিল।
এরআগে ভিডিওটি রাশিয়া-ইউক্রেন সংঘাতের সময় কিয়েভের দাবি করে প্রচার করা হলে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) যাচাই করেছিল। সেখানেও মূল ভিডিওটি হিউস্টন শহরের বলে নিশ্চিত করা হয়েছে।
অর্থাৎ ভিডিওটি সিরিয়া-তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পের নয় বরং প্রায় ৬ বছর পুরোনো যুক্তরাষ্ট্রের ভিডিও এটি।
সুতরাং ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভিডিওকে তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পের সাথে জুড়ে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।