ভিডিওটি ফিলিস্তিনের বন্দীদের নয়
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি পাকিস্তানের পেশোয়ারে মাদকসেবীদের চিকিৎসায় পরিচালিত একটি পুনর্বাসন কেন্দ্রের।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে দেখতে জীর্ণশীর্ণ ও রোগাক্রান্ত কয়েকজন ব্যক্তির একটি ভিডিও শেয়ার করে ভিডিওটি ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দীদের বলে দাবি করা হচ্ছে। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ১ জুলাই 'Tasnuva Ahmed Junaky' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে এমন একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "ইজরাইলি জারু-জদের কারাগারে বন্দী ফিলিস্তিনি মুসলমানরা অনাহারে রয়েছে 😭"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের নয়। প্রকৃতপক্ষে পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত মাদকসেবীদের জন্য পরিচালিত একটি পুনর্বাসন কেন্দ্র থেকে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।
আলোচ্য ভিডিওটির ব্যাপারে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'adnankhandha' নামের একটি ইন্সটাগ্রাম একাউন্টে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ইন্সটাগ্রাম একাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, একাউন্টটির সাথে পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত DA HAQ AWAZ নামে মাদকসেবীদের জন্য পরিচালিত একটি পুনর্বাসন কেন্দ্রের সম্পৃক্ততা রয়েছে। ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--
উক্ত ইন্সটাগ্রাম একাউন্টটির সাথে যুক্ত দুটি লিংক খুঁজে পাওয়া যায়। লিংক দুটির একটিতে গিয়ে ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করে দেখা যায়, HAQ AWAZ নামে ওই প্রতিষ্ঠানটি "Drugs Free Peshawar Projects"- এর অধীনে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি মূলত মাদকসেবীদের চিকিৎসা সহায়তা এবং পুনর্বাসনের উদ্দেশ্যে কাজ করে। খাইবার পাখতুনখোয়ার স্বাস্থ্যসেবা আইনের অধীনে প্রতিষ্ঠানটি কাজ করে। স্ক্রিনশট দেখুন--
দ্বিতীয় লিংকে ঢুকে দেখা যায়, লিংকটি একটি ফেসবুকে পেজে নিয়ে যায়। ফেসবুক পেজটির ডেস্ক্রিপশন পর্যবেক্ষণ করে জানা যায়, আদনান খান নামের এক ব্যক্তি উক্ত ইন্সটাগ্রাম একাউন্ট এবং এই ফেসবুক পেজটি পরিচালনা করেন। আদনান খান দা হাক্ক আওয়াজ নামের ওই প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক। ফেসবুক পেজটিতে মাদকসেবীদের পুনর্বাসন কর্মকাণ্ডের ভিডিও খুঁজে পাওয়া যায়।
এছাড়াও, দা হাক্ক আওয়াজের অফিসিয়াল ফেসবুক একাউন্টে গিয়েও আলোচ্য ভিডিওটির মত অন্যান্য ভিডিও খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ আলোচ্য ভিডিওটি ফিলিস্তিনের বন্দীদের নয়। পাকিস্তানের পেশোয়ার প্রদেশের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়েছে। বিভিন্ন সময়ে ইসরায়েলি সেনাদের হাতে বন্দী হয়েছেন অসংখ্য ফিলিস্তিনি। তবে, আলোচ্য ভিডিওটির সাথে ফিলিস্তিনি বন্দীদের কোনো সম্পর্ক নেই।
সুতরাং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার শহরের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রের ভিডিওকে ফিলিস্তিনি বন্দীদের ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।