ভিডিওটি তিব্বতের ভূমিকম্পের নয়
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ২০২৪ সালের শুরুর দিনে জাপানে সংঘটিত ভূমিকম্পের সময়ে ধারণকৃত একটি গাড়ির ড্যাশক্যাম ফুটেজ।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি সম্প্রতি তিব্বতে ঘটে যাওয়া ভূমিকম্পের সময়ে ধারণ করা হয়। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৭ জানুয়ারি 'Sci-Talk' নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "আজ সকালে তিব্বতে সংগঠিত হওয়া ভূমিকম্পের ফুটেজ। মানুষ কতটা অসহায়।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ দাবি করা হচ্ছে ভিডিওটি গত ৭ জানুয়ারি তিব্বতে ঘটা ভূমিকম্পের সময়ে ধারণ করা।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। মূলত ভিডিওটি ২০২৪ সালের ১ জানুয়ারি জাপানে সংঘটিত ভূমিকম্পের সময়ে ধারণকৃত একটি গাড়ির ড্যাশক্যাম ফুটেজ।
ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে জাপানের গণমাধ্যম নিপ্পন টেলিভিশনের ইংলিশ ভার্সন Nippon TV News 24 Japan-এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি "Dashcams capture quake, tsunami in Ishikawa Pref." শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ৩৯ সেকেন্ডে আলোচ্য ভিডিওটির মত একটি ক্লিপ খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ডেস্ক্রিপশনে বলা হয়, মধ্য জাপানের ইশিকাওয়ায় অবস্থিত নোটো উপদ্বীপে ভূমিকম্প চলাকালে একটি গাড়ির ড্যাশক্যামে ভিডিওটি ধারণ করা হয়। ইউটিউব ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচ্য ভিডিওটি ধারণ করার সময়কাল ছিল ২০২৪ সালের জানুয়ারির প্রথম দিন তথা পহেলা জানুয়ারি। ইউটিউব ভিডিওটি দেখুন--
আরো সার্চ করে জাপানভিত্তিক গণমাধ্যম TBS NEWS DIG Powered by JNN'-এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৩ ফেব্রুয়ারি "地震発生時のドラレコ映像 大きな揺れや津波の威力 克明に【能登半島地震】|TBS NEWS DIG (ভূমিকম্পের সময়কার ড্যাশক্যাম ফুটেজ: শক্তিশালী কম্পন এবং সুনামির শক্তি স্পষ্টভাবে দৃশ্যমান [নোটো উপদ্বীপ ভূমিকম্প] |-গুগলের সাহায্যে অনূদিত)" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ৫০ সেকেন্ডের ওই ভিডিওটির দৃশ্য এবং আলোচ্য পোস্টের দৃশ্য অভিন্ন। ইউটিউব ভিডিওটি দেখুন--
এছাড়া জাপানভিত্তিক গণমাধ্যম yomiuri.co.jp এবং mainichi.jp -তে প্রচারিত সংবাদ থেকেও জানা যায় একই তথ্য।
অর্থাৎ আলোচ্য ভিডিওটি সম্প্রতি সংঘটিত তিব্বত ভূমিকম্পের সময়ে ধারণ করা নয়। ২০২৪ সালের জানুয়ারিতে জাপানে ভিডিওটি ধারণ করা হয়।
উল্লেখ্য গত ৭ জানুয়ারি চীনের স্বায়ত্ত্বশাসিত এলাকা তিব্বতে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২৬ জন নিহত হন।
সুতরাং জাপানে ভূমিকম্প চলাকালে ধারণকৃত ড্যাশক্যাম ফুটেজকে তিব্বতের সাম্প্রতিক ভূমিকম্পের সময়কার ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।