পুলিশের গুলিতে মারা যাননি ঢাবির এই শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা তাসনিমের মারা যাওয়ার খবরটি সম্পূর্ণ গুজব বলে নিজেই বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, গত ২২ জুলাই পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৫ জুলাই 'RJ Raihan' নামের একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে বলা হয়, "মেয়েটি ২২ তারিখে পুলিশের গুলিতে মারা গেছে। তার মাগফিরাতের কামনা করি।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ছবির শিক্ষার্থীর নাম আনিকা তাসনিম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে পড়ছেন। তিনি মারা যাননি, ভাইরাল হওয়া পোস্টটির স্ক্রিনশট দিয়ে বেঁচে আছেন বলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন। এছাড়া বর্তমানে সুস্থ আছেন বলেও বুম বাংলাদেশকে তিনি নিশ্চিত করেছেন।
প্রথমে আলোচ্য ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে কাঙিক্ষত কোনো ফলাফল পাওয়া যায়নি। পরে আলোচ্য পোস্টটি পর্যবেক্ষণ করে পোস্টের কমেন্ট সেকশনে 'Ahmed Shahzahan' নামের একটি আইডি থেকে 'Anika Tasnim' নামের একটি আইডির পোস্টের স্ক্রিনশট কমেন্ট করতে দেখা যায়। স্ক্রিনশটটি দেখুন--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে 'Anika Tasnim' নামের একটি আইডিতে গিয়ে সার্চ করে ২৬ জুলাই আলোচ্য পোস্টটি খুঁজে পাওয়া যায়। যেই পোস্টে বলা হয়, "জন্মদিনের দিন পাঁচেক আগে নিজের মৃত্যু সংক্রান্ত পোস্ট লেখার কোনো ইচ্ছা ছিলোনা৷ না লিখেও কোনো উপায় দেখছিনা। আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি৷ কোনোরকম গুজব না ছড়ানোর অনুরোধ রইলো।" পোস্টটির প্রিভিউ দেখুন--
পরবর্তীতে আনিকা তাসনিমের কাছে জানতে চাইলে তিনি ভাইরাল পোস্টের ছবিটি নিজের বলে নিশ্চিত করে বুম বাংলাদেশকে জানান, "আমার নাম আনিকা তাসনিম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (২২-২৩ সেশন, ম্যানেজমেন্ট বিভাগ) শিক্ষার্থী। আমার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে মারা যাওয়া সংক্রান্ত পোস্ট করে গুজব ছড়ানো হচ্ছে। যেটা সম্পূর্ণ মিথ্যা। আমি সুস্থ আছি।"
অর্থাৎ ছবির শিক্ষার্থীর নাম আনিকা তাসনিম। ২২ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে তার নিহত হওয়ার খবরটি সঠিক নয়।
সুতরাং ফেসবুকে আনিকা তাসনিম নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ছবি ব্যবহার করে তাঁর মৃত্যুর খবর প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।