কয়লাসহ জাহাজ ডুবির এই ছবিটির সাথে বাংলাদেশের সম্পর্ক নেই
বুম বাংলাদেশ দেখেছে, চীনের ইয়াংজি নদীর একটি অংশে কয়লা সহ জাহাজ ডুবির এই ছবিটি ২০০৬ সালে গণমাধ্যমে প্রকাশিত হয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ওমান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হওয়া কয়লার জাহাজ ডুবে গেছে। ছবিতে কয়লা সহ একটি জাহাজকে ডুবতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৮ জুন 'Shahin De' নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "ওমান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হওয়া কয়লার জাহাজ ডুবে গেছে"। স্ক্রিনশট দেখুন--
কোনো কোনো ফেসবুক একাউন্ট ও পেজ থেকে ছবিটি নিছক হাস্যরসের ছলে পোস্ট করা হলেও অনেক মন্তব্যকারীরাই ছবিটিকে সঠিক মনে করে মন্তব্য করেছেন।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। জাহাজটির সাথে বাংলাদেশ বা ওমানের কোনো সম্পর্ক নেই।
ছবিটি রিভার্স সার্চ করলে, চীনা সংবাদমাধ্যম 'চায়না ডেইলি'তে ছবিটি প্রকাশিত হতে দেখা যায়। সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে প্রাপ্ত ছবির বিবরণে লেখা হয়েছে, ২০০৬ সালের ১৬ আগস্ট চীনের ইয়াংজি নদীর The Chaotianmen অংশে কয়লা বোঝাই একটি কয়লাবাহী জাহাজ ডুবে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেখুন--
আবার, সম্প্রতি দেশের সামাজিক মাধ্যমে ওমান থেকে কয়লা আসার একটি বিভ্রান্তিকর দাবি ছড়িয়ে পড়লে, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের বরাতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়। দেখুন--
অর্থাৎ ছবিটি বাংলাদেশের সাথে সম্পর্কিত নয় বরং চীনের একটি জাহাজ ডুবির ছবি এটি।
সুতরাং চীনের ইয়াংজি নদীতে ২০০৬ সালের কয়লাবাহী জাহাজ ডুবির একটি ছবিকে সম্প্রতি বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।